Mamata Banerjee in Varanasi: ৩ মার্চ মোদির বারাণসীতে যাবেন, অখিলেশকে পাশে বসিয়ে ঘোষণা মমতার

Last Updated:

মমতা যে বারাণসীতে ভোট প্রচারে যাবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল৷ লখনউ রওনা দেওয়ার আগেও বারাণসীতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Varanasi)৷

ইউক্রেন সমস্য়া নিয়ে মোদিকে চিঠি লিখলেন মমতা৷
ইউক্রেন সমস্য়া নিয়ে মোদিকে চিঠি লিখলেন মমতা৷
সমাজবাদী পার্টির প্রধানকে পাশে বসিয়ে মমতা বলেন, 'আপনারা সবাই মিলে সমাজবাদী পার্টিকে জেতান৷ এই বার্তা দিতেই আমি উত্তর প্রদেশে এসেছি (Uttar Pradesh Elections 2022)৷ আগামী ৩ মার্চ আমি বারাণসীতেও যাবো৷ উত্তর প্রদেশে আমরা লড়াই করছি না৷ তা সত্ত্বেও আমার ভাই অখিলেশ যে লড়াই করছে, তাতে ওঁর পাশে থাকতেই আমার এখানে আসা৷ বিজেপি-কে দেশ থেকে তাড়ানো খুব প্রয়োজন৷'
advertisement
advertisement
মমতা যে বারাণসীতে ভোট প্রচারে যাবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল৷ লখনউ রওনা দেওয়ার আগেও বারাণসীতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী৷ লখনউ থেকে বারাণসী যাওয়ার তারিখ জানিয়ে দিলেন মমতা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি জয়ী হলে ভোটের পরেও তিনি উত্তর প্রদেশে আসবেন৷
advertisement
আরও পড়ুন: লখনউয়ে পা রাখলেন মমতা, স্বাগত জানিয়ে কী 'কথা' দিলেন অখিলেশ?
এ দিন অবশ্য বিজেপি-র পাশাপাশি কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেছেন মমতা৷ কংগ্রেসকে ভোটের সময়ের দোয়েল- কোয়েল বলে কটাক্ষ করেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিছু মানুষ থাকে যাঁরা বসন্তের কোকিলের মতো ভোটের কোকিল হন৷ ভোট কেটে চলে যায়৷ ভোটের পর তাঁদের আর দেখা যায় না৷ পাঁচ বছর তখন ঘরেই বসে থাকেন তাঁরা৷ এদেরকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না৷' মমতা চেয়েছিলেন, যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে সেই দলকে সমর্থন জানাক বাকি বিরোধীরা৷ যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়৷ যদিও উত্তর প্রদেশে আলাদা ভাবে লড়ছে কংগ্রেস৷ সেই কারণে কংগ্রেসের বিরুদ্ধে ভোট কাটার অভিযোগে সরব হয়েছেন তৃণমূলনেত্রী৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন আরও বলেন, 'আপনারা উত্তর প্রদেশ থেকে বিজেপি-কে তাড়িয়ে দিন, আমি কথা দিচ্ছি দেশ থেকে ওদের তাড়িয়ে দেবো৷'
এ দিন মমতা- অখিলেশের যৌথ সভায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগের প্রচারের ছবি ফিরে আসে৷ খেলা হবে স্লোগানের পাশাপাশি মঞ্চ থেকে ফুটবলও ছুড়ে দেন মমতা৷ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তিনশোর বেশি আসনে জয়ী হবে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Varanasi: ৩ মার্চ মোদির বারাণসীতে যাবেন, অখিলেশকে পাশে বসিয়ে ঘোষণা মমতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement