Uttarpradesh Assembly Election 2022: অখিলেশকে জেতান, উত্তরপ্রদেশে ইতিহাস তৈরি করুন, সপা-র প্রচার থেকে বললেন মমতা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বলেন, যে পরিযায়ী শ্রমিকরা মারা গিয়েছেন, যে মানুষরা এনআরসি-তে মারা গিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া উচিত।
#লখনউ: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) অখিলেশ যাদবের হয়ে প্রচারে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লখনউয়ে একটি ভার্চুয়াল সভায় অংশ নেন মমতা। সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেটি বাঁচাও, বেটি পড়াও-এর নামে নারী সুরক্ষায় কিছুই করেনি বিজেপি। উল্টে উন্নাও, হাথরাসের মতো ঘটনা ঘটেছে। সেই কারণে বিজেপি-কে ক্ষমা চাইতেব হবে। ক্ষমা চেয়ে যেন তার পর ভোট চায় বিজেপি। এদিনের সভা থেকে উত্তরপ্রদেশকে (Uttar Pradesh Assembly Election 2022) নিজের মা বলেও উল্লেখ করেন মমতা। বলেন, তাঁর একটি হৃদয় বাংলা হলে অন্যটি উত্তরপ্রদেশ। মমতা এদিন জানিয়ে দেন, তিনি ৩ মার্চ ফের একটি সভা করবেন অখিলেশের হয়ে।
এ দিনের সভা থেকে মমতা বলেন, উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) অখিলেশকে জেতাতে সব রকম সাহায্য করবে তৃণমূল। উত্তরপ্রদেশে তৃণমূল লড়ছে না, অখিলেশ যাদব লড়ছেন, অখিলেশকে জেতান আপনারা। বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, বিজেপি জাতপাতের রাজনীতি করে, আমরা করি না। সেই কারণেই বলছি, যোগী যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে সব শেষ হয়ে যাবে। তাই ভোট ভাগ হতে দেবেন না।
advertisement
advertisement
২০২৪-এ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছেন মমতা। সেই পরিকল্পনার অংশ হিসাবেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election 2022) অখিলেশের প্রচারে উপস্থিত হলেন মমতা। করোনা কালের একাধিক প্রসঙ্গও মমতা এদিন তাঁর সভা থেকে তোলেন। উঠে আসে পরিযায়ী শ্রমিক থেকে গঙ্গায় দেহ ভেসে আসার প্রসঙ্গ। টিকাকরণের প্রসঙ্গও তোলেন মমতা। মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকাকরণের কৃতিত্ব নিতে চাইছে, কিন্তু সাধারণ মানুষের টাকাতেই টিকাকরণ করেছে কেন্দ্রীয় সরকার। তাই বিনামূল্যে দেওয়ার কৃতিত্ব কেন্দ্রের নয়। পাশাপাশি মমতা দাবি তোলেন, গঙ্গায় কোভিডে মৃতের দেহ ভাসিয়েছিল সরকার।
advertisement
পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বলেন, যে পরিযায়ী শ্রমিকরা মারা গিয়েছেন, যে মানুষরা এনআরসি-তে মারা গিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া উচিত। পাশাপাশি মমতা তুলে আনেন বিধানসভা ভোটের সময় বিজেপি-র তোলা বিভিন্ন ইস্যুও। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গিয়ে বিজেপি বলে এসেছিল, রাজ্যে নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এখন ইউনেসকো স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া অখিলেশ জিতলে উত্তরপ্রদেশের সঙ্গে মিলে কাজ করার কথাও বলেন মমতা। তাঁর উল্লেখ, অখিলেশ জিতলে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ মিলে কাজ করবে। চামড়ার ইন্ডাস্ট্রি তৈরি হবে, পর্যটন ইন্ডাস্ট্রি তৈরি হবে।
advertisement
মমতা এর পরে আনেন কৃষি বিলের প্রসঙ্গ। বলেন, বিজেপি আবার ক্ষমতায় এলে নতুন রূপে কৃষি বিল নিয়ে আসবে। সেই কারণেই বিজেপিকে হারাতে মা-বোনেদের একসঙ্গে লড়তে হবে। ভোট যেন ভাগ না হয়। বাংলা সেটা করে দেখিয়েছে, তাই কেউ চিন্তা করবেন না, ভয় পাবেন না। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাবে, কিন্তু লড়তে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 1:18 PM IST