Curtly Ambrose's tips to Ravi Kumar: আন্তর্জাতিক ক্রিকেটে পাকাপাকি জায়গা করে নিতে হলে বলের গতি বাড়াতে হবে...রবি, রাজদের পরামর্শ অ্যামব্রোজের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Curtly Ambrose's tips to Ravi Kumar and Raj Bawa: অ্যান্টিগায় ভারতীয় দূতাবাসের দেওয়া আমন্ত্রণে উপস্থিত ছিল অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী গোটা ভারতীয় দল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্টলে অ্যামব্রোজ, রিচি রিচার্ডসন এবং ভিভিএস লক্ষ্মণ।
কলকাতা: ‘‘তোমরা দুরন্ত পারফর্ম করেছ। তোমাদের মানসিক দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। করোনার ধাক্কা সামলেও যেভাবে কঠিন পরিস্থিতিতে এককাট্টা হয়ে নিজেদের সেরাটা দিয়েছে তাতে আমি আপ্লুত।’’ বক্তা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কার্টলে অ্যামব্রোজ। এই বক্তব্য শুনতে-শুনতে বিভোর চোখে প্রাক্তন ফাস্ট বোলারের দিকে চেয়ে ছিলেন রবি কুমার-রাজ বাওয়ারা (Curtly Ambrose's tips to Ravi Kumar and Raj Bawa)।
অ্যান্টিগায় ভারতীয় দূতাবাসের দেওয়া আমন্ত্রণে উপস্থিত ছিল অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী গোটা ভারতীয় দল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্টলে অ্যামব্রোজ, রিচি রিচার্ডসন এবং ভিভিএস লক্ষ্মণ। ছোটবেলায় কোচ কিংবা বাবার কাছে তারকা ক্রিকেটার কার্টলে অ্যামব্রোজের গল্প শুনেছেন রবি-রাজরা। কিংবদন্তিকে চোখের সামনে দেখতে পেয়ে সাহস করে কথা বলতে গিয়েছিলেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। কার্টলে অ্যামব্রোজের পরামর্শ নেওয়ার জন্য মুখিয়ে ছিলেন ফাইনালে দুই নায়ক রবি কুমার ও রাজ বাওয়া।
advertisement
advertisement
ভারতের দুই নায়কদের সাধ্যমত পরামর্শ দিয়েছেন কার্টলে অ্যামব্রোজ। কম সময়ের কারণে বেশিক্ষণ কথা হওয়া সম্ভব হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই মূল্যবান টিপস পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। নিউজ18 বাংলাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দেওয়ার সময় রবি কুমার বলেন, ‘‘কার্টলে অ্যামব্রোজের থেকে পরামর্শ পাওয়াটা সৌভাগ্যের। উনি আমাদের প্রশংসা করেছেন। তবে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য পরামর্শও দিয়েছেন।’’
advertisement
টেকনিক্যালি ঠিক কি পরামর্শ দিলেন অ্যামব্রোজ? প্রশ্নের উত্তরে রবিকুমার বলেন, ‘‘অ্যামব্রোজ স্যার আমাকে এবং রাজকে একসঙ্গে বলেন দু’জনের বোলিং ভালো লেগেছে তবে বলের স্পিড বা গতি আরও বাড়াতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভাবে টিকে থাকার জন্য আরও গতি সম্পন্ন হওয়া প্রয়োজন। নির্দিষ্ট জায়গায় ধারাবাহিকভাবে বল রাখার ক্ষমতা তৈরি করতে হবে। আর আলাদা কিছু নয় নিজের যেটা প্লাস পয়েন্ট সেটাকেই আরও পালিশ করতে বলেছেন।"
advertisement
ইচ্ছে থাকলেও সময়ের অভাবে এর থেকে বেশি কথা অ্যামব্রোজের সঙ্গে বলতে পারেননি রবি কুমার। তবে যতটুকু পরামর্শ পেয়েছেন তাতে নিজেকে লাকি মনে করছেন বাঁ হাতি এই বাংলার ফাস্ট বোলার। হাই কমিশনারের আমন্ত্রণ শেষ করে ফেরার পথে কার্টলে অ্যামব্রোজের পরামর্শ নিয়ে আলোচনা করেছেন রবি এবং রাজ। কার্টলে অ্যামব্রোজের পরামর্শ নিয়ে হোয়াটসঅ্যাপ কলে রাজ বাওয়ার প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তার বাবা সুখবিন্দর বলেন, ‘‘হ্যাঁ আমি জানি অ্যামব্রোজের পরামর্শ পেয়েছে ছেলে। ফোনে আমাকে ক্যারিবিয়ান তারকার সঙ্গে দেখা হওয়ার গল্পটা বলছিল। আমি মনে করি প্রাক্তনদের পরামর্শ সব সময় গুরুত্বপূর্ণ। আশা করি ছেলে মাথায় রেখে চলবে।’’
advertisement
কার্টলে অ্যামব্রোজের পরামর্শ ছাড়াও ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন রবি-রাজরা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে এবার দেশে ফিরছেন ক্রিকেটাররা। ৯ তারিখ আহমেদাবাদে বোর্ডের তরফে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই ক্রিকেটারদের ৪০ লক্ষ টাকা করে প্রত্যেকে এবং সাপোর্ট স্টাফদের ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
ঈরণ রায় বর্মন
Location :
First Published :
February 08, 2022 9:33 AM IST