TMC files complaint against Priyanka Gandhi Vadra: প্রিয়ঙ্কা গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের, কড়া পদক্ষেপের দাবি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রিয়ঙ্কা গান্ধি এবং কংগ্রেস যাতে গোয়ায় আর কোনও মিটিং, মিছিলের অনুমতি না পায়, সেই আর্জিও জানানো হয়েছে (TMC files complaint against Priyanka Gandhi Vadra)৷
#পানাজি: এবার কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বঢরার (Priyanka Gandhi Vadra) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস (TMC)৷ গোয়ায় প্রিয়ঙ্কার নির্বাচনী প্রচারের সময় কোভিড বিধিভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল৷ কোভিড বিধিভঙ্গের জন্য প্রিয়ঙ্কার বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফে (Goa Elections 2022)৷
তৃণমূলের অভিযোগ, গত ৭ ফেব্রুয়ারি গোয়ায় প্রচারে যান প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ তাঁর প্রচার চলাকালীন প্রিয়ঙ্কা সহ কংগ্রেসের নেতা, কর্মীরা কেউই মাস্ক পরেননি বলে অভিযোগ তৃণমূলের৷ মানা হয়নি সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিও৷ পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেসের প্রচারে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয় বলেও অভিযোগ করা হয়েছে৷
advertisement
advertisement
কোভিড বিধি ভঙ্গের জন্য প্রিয়ঙ্কা সহ কংগ্রেস নেতা, কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূলের তরফে দাবি জানানো হয়েছে, প্রিয়ঙ্কা সহ অভিযুক্ত কংগ্রেস নেতা, কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করুক নির্বাচন কমিশন৷
advertisement
প্রিয়ঙ্কা গান্ধি এবং কংগ্রেস যাতে গোয়ায় আর কোনও মিটিং, মিছিলের অনুমতি না পায়, সেই আর্জিও জানানো হয়েছে৷
আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন৷ গোয়ায় জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল৷ প্রচারের শুরু থেকেই বিজেপি-র মতো কংগ্রেসের বিরুদ্ধে গোয়ায় একই ভাবে সরব হয়েছে ঘাসফুল শিবির৷ এ দিনও লখনউয়ে প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 5:17 PM IST