নয়াদিল্লি: পুরভোটের আগেই ত্রিপুরায় বিজেপি-কে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছিলেন দলের বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ৷ বিপ্লব দেব সরকার এবং দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ৷ ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি-র সঙ্গ ত্যাগের। অবশেষে সেটা সম্পন্ন হয়েছে। এবার প্রত্যাশামতোই বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসের ‘হাত’ ধরলেন ৷ সুদীপের সঙ্গে একইদিনে কংগ্রেসে যোগ দিলেন আশিস কুমার সাহা ৷ তাঁরা দু’জনেই বিজেপি ছাড়ার পাশাপাশি ত্রিপুরায় তাঁদের বিধায়ক পদও ছেড়েছেন (Sudip Roy Barman joins Congress)।
Sudip Roy Barman and Ashish Kumar Saha join Congress. They had quit BJP and resigned from their MLA posts of Tripura Assembly yesterday. pic.twitter.com/ucLYIFMtRJ
— ANI (@ANI) February 8, 2022
গত কয়েক মাস ধরে তৃণমূল যে যে অভিযোগ করেছে, সুদীপ রায় বর্মনের (Sudip Roy Barman) গলাতেও কার্যত তারই প্রতিধ্বনি শোনা গিয়েছে ৷ বিপ্লব দেবের নাম না করেই তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ রায় বর্মন। বিজেপি-র বিদ্রোহী বিধায়কের দাবি, ভোটের আগে হামলা, হুজ্জতি করে আসলে দলেরই বদনাম করা হয়েছে। তবে সুদীপ রায় বর্মন বোঝাতে চেয়েছেন, তৃণমূল নয়, আসলে ত্রিপুরায় বিজেপি-র প্রকৃত প্রতিপক্ষ বামফ্রন্টই।
Former BJP leader Sudip Roy Barman & Ashish Kumar Saha joined @INCIndia https://t.co/4cM5TKO0u3 pic.twitter.com/RDA0W9tvUU
— Ravi Sisodia ರವಿ (@ravi27kant) February 8, 2022
সুদীপ রায় বর্মনের মতে, ‘‘আমরা নিজেদের প্রকৃত রাজনৈতিক প্রতিপক্ষকেই চিনতে পারিনি।’’ সুদীপ জানিয়েছেন, ‘‘ইদানিংকালে যে ঘটনাগুলি রাজ্যবাসী চাক্ষুস করছেন, হামলা, হুজ্জতি, রাতের অন্ধকারে বাড়ি ঘর ভাঙা, প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো- এই ঘটনাগুলির আমরা তীব্র নিন্দা জানাই। ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারায় আবদ্ধ, তাতে দেশের স্বার্থ সবার আগে, তার পর দল, ব্যক্তি। এই দুই মূল মন্ত্রের কোনওটাই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না ৷ উন্নয়ন, বিশ্বাসের উপরে ভোট হলে এসব হামলা, হুজ্জতির প্রয়োজন ছিল না।’’ যদিও এই পরিস্থিতির জন্য দলীয় নেতৃত্বকে সরাসরি দায়ী করেননি সুদীপ রায় বর্মন।
আরও পড়ুন-পরকীয়ায় আসক্ত স্বামীকে হাতে-নাতে ধরতে এ কী করলেন স্ত্রী! হার মানালেন গোয়েন্দাদেরও
সুদীপের দাবি, ‘‘বিজেপি নেতৃত্ব তো কাউকে হামলা করা, গুলি চালানো, রক্তপাত ঘটানোর নির্দেশ দেয়নি। আমাদের মতো অগণিত বিজেপি কর্মী, সমর্থকদের একটাই চিন্তা, এসব করে বিজেপি, প্রধানমন্ত্রীর দুর্নাম করেছে। একটা স্থানীয় স্তরের নির্বাচনে যদি উন্নয়নকে সামনে রেখে ভোট হত, খুব খুশি হতাম। বরং প্যারাশ্যুট থেকে এসে নেমে পড়া মানসিক বিকৃতির শিকার একজন নেতার নির্দেশে এসব হয়েছে গোটা রাজ্য জুড়ে। যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা বিজেপি-র কর্মী নন। এদের একটা বড় অংশ বিজেপি ক্ষমতায় আসার পর দলে এসেছে। আসলে এরা কট্টর বামপন্থী ঘরানার।"
আর এই অবস্থাতে তাঁর পুরনো দল কংগ্রেসেই ফের ফিরে এলেন সুদীপ রায় বর্মন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Sudip Roy Barman