Narendra Modi: লতা মঙ্গেশকরের ভাইকে চাকরি থেকে সরিয়েছিল কংগ্রেস সরকার! কী অভিযোগ করলেন মোদি?

Last Updated:
মোদির নিশানায় কংগ্রেস৷
মোদির নিশানায় কংগ্রেস৷
#দিল্লি: কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এবার সদ্য প্রয়াত লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের প্রসঙ্গে টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ বীর সাভরকরের কবিতা পাঠের শাস্তি হিসেবে মাত্র আট দিনের মধ্যে কীভাবে হৃদয়নাথ মঙ্গেশকরকে (Hridaynath Mangeshkar) অল ইন্ডিয়া রেডিও-র চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গও টেনে আনেন নরেন্দ্র মোদি৷
সোমবারের লোকসভার পর এ দিন রাজ্যসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদি৷ কংগ্রেস যে বাক স্বাধীনতার বিরোধী, তা প্রমাণ করতেই হৃদয়নাথ মঙ্গেশকরের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'লতা মঙ্গেশকরজির প্রয়াণে গোটা দেশে শোকাহত৷ কিন্তু আপনাদের মনে করিয়ে দিই, গোয়ায় কংগ্রেস শাসনকালেই লতা মঙ্গেশকরের ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে আট দিনের মধ্যে অল ইন্ডিয়া রেডিও-র চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল৷ কারণ তিনি ভির সাভরকরের কবিতা পাঠ করেছিলেন৷'
advertisement
আরও পড়ুন: কংগ্রেস না থাকলে কী হত? সংসদে তালিকা পেশ মোদির, ঢাল করলেন মহাত্মা গান্ধিকে
advertisement
আগামী সপ্তাহেই গোয়ায় বিধানসভা নির্বাচন৷ তার আগে এ দিন সংসদে দাঁড়িয়ে নিজেকে গোয়ার একজন গর্বিত সন্তান বলে দাবি করে হৃদয়নাথ মঙ্গেশকরের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী৷ তাঁর প্রশ্ন, 'ওনার দোষ কী ছিল? উনি কেবলমাত্র একবার রেডিও-তে ভির সাভরকরের রচিত দেশাত্মবোধক একটি কবিতা পাঠ করেছিলেন৷'
advertisement
মোদি আরও বলেন, ''হৃদয়নাথ মঙ্গেশকর নিজেই একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন, ভির সাভরকর তাঁকে প্রশ্ন করেছিলেন, 'আমার কবিতা পাঠ করে কি আপনি জেলে যেতে চান?' তা সত্ত্বেও হৃদয়নাথ মঙ্গেশকর সাভরকরের লেখা কবিতা পাঠ করেন এবং তার আট দিনের মধ্যে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়৷ এটাই কংগ্রেসের বাক স্বাধীনতার নমুনা৷''
advertisement
শুধু হৃদয়নাথ মঙ্গেশকর নন, এ দিন কিংবদন্তি সুরকার মজরূহ সুলতানপুরীর প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী৷ তিনি দাবি করেন, জহওরলাল নেহেরুর সমালোচনা করার জন্য ১৯৪৯ সালে কিংবদন্তি সুরকারকেও জেলে যেতে হয়৷
এ ছাড়াও কিশোর কুমারের উদাহরণ দিয়েও কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর অভিযোগ, 'ইন্দিরা গান্ধির সামনে মাথা নত না করার জন্য রেডিও-তে কিশোর কুমারের গান গাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল৷' নরেন্দ্র মোদির কটাক্ষ, 'কংগ্রেস কোনওদিন পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কিছু ভাবেনি৷ গণতন্ত্রে সবথেকে বড় বিপদ হল পরিবারতন্ত্র৷ আর যখন একটি পরিবারই সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, তখন প্রতিভাবকে তার শিকার হতে হয়৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: লতা মঙ্গেশকরের ভাইকে চাকরি থেকে সরিয়েছিল কংগ্রেস সরকার! কী অভিযোগ করলেন মোদি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement