Narendra Modi Attacks Congress in Rajya Sabha: কংগ্রেস না থাকলে কী হত? সংসদে তালিকা পেশ মোদির, ঢাল করলেন মহাত্মা গান্ধিকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাজ জ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে দেশে করোনা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi Attacks Congress in Rajya Sabha)৷
#দিল্লি: লোকসভার পর এবার রাজ্যসভা৷ পর পর দু' দিন সংসদে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Attacks Congress in Rajya Sabha)৷ তাঁর কটাক্ষ, কংগ্রেস কোনওদিন পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কিছু ভাবতে পারেনি৷ এই কারণেই মহাত্মা গান্ধি কংগ্রেসের অবলুপ্তি চেয়েছিলেন বলেও সংসদে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেস না থাকলে দেশে কী কী সমস্যা তৈরি হত না, তারও সুদীর্ঘ তালিকা পেশ করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাজ জ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে দেশে করোনা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী৷ এ দিন রাজ্যসভায় তিনি বলেন, 'কংগ্রেস কোনওদিন পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কিছু ভাবেনি৷ গণতন্ত্রে সবথেকে বড় বিপদ হল পরিবারতন্ত্র৷ আর যখন একটি পরিবারই সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, তখন প্রতিভাবকে তার শিকার হতে হয়৷'
advertisement
advertisement
এর পরেই কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী বলতে থাকেন, 'অনেকেই ভাবেন কংগ্রেস না থাকলে কী হত? কারণ তারা এখনও 'ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া' স্লোগানে আটকে আছে৷'' নরেন্দ্র ংমোদি দাবি করেন, দলের ভবিষ্যৎ বুঝতে পেরেই মহাত্মা গান্ধি কংগ্রেসের অবলুপ্তি চেয়েছিলেন৷ প্রধানমন্ত্রী বলেন, 'এটাই মহাত্মা গান্ধির ইচ্ছে ছিল৷ কী হবে বুঝতে পেরেই কংগ্রেসকে ভেঙে দিতে চেয়েছিলেন তিনি৷'
advertisement
প্রধানমন্ত্রী বলতে থাকেন, 'গান্ধিজির ইচ্ছে মেনে যদি কংগ্রেসের সত্যিই অবলুপ্তি ঘটত, তাহলে স্বজনপোষণ থেকে গণতন্ত্র মুক্তি পেত৷ ভারত স্বদেশী পথে এগিয়ে যেত৷ জরুরি অবস্থার কলঙ্ক দেশের গায়ে লাগত না৷ জাতপাত, আঞ্চলিকতার রোগ এত গভীরে পৌঁছত না৷ শিখদের নরসংহার হত না৷ দুর্নীতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে যেত না৷ পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে চলে যেতে হত না৷ মহিলাদের তন্দুরের মধ্যে পুড়িয়ে হত্যা করা হত না৷ ন্যূনতম পরিষেবাগুলির জন্য আমজনতাকে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হত না৷'
advertisement
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, কংগ্রেস শহুরে নকশালদের আদর্শের ফাঁদে বন্দি হয়ে আছে৷ সেই কারণেই তারা ধ্বংসাত্মক মনোভাবে বিশ্বাসী বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে এ দিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 3:08 PM IST