Manik Bhattacharya: ইডি হেফাজতেই থাকতে হবে, সুপ্রিম কোর্টে ঝুলে রইল মানিকের ভাগ্য

Last Updated:

ইডি-র তরফে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, মানিক ভট্টাচার্য তদন্তে অসহযোগিতা করছেন, তথ্যও লুকিয়েছেন তিনি৷

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মানিক৷
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মানিক৷
#দিল্লি: সুপ্রিম কোর্টে একই দিনে স্বস্তি এবং অস্বস্তি মানিক ভট্টাচার্যের জন্য৷ সিবিআই মামলায় স্বস্তি পেলেও ইডি-র হাতে মানিক ভট্টাচার্যের গ্রেফতারির বিষয়ে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত৷ ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে মানিককে৷
এ দিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্যের মামলাটি ওঠে৷ ইডি-র তরফে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, মানিক ভট্টাচার্য তদন্তে অসহযোগিতা করছেন, তথ্যও লুকিয়েছেন তিনি৷ তাঁর পরিবার এবং পরিজনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বেআইনি টাকার লেনদেন হয়েছে৷ মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে আর্থিক অপরাধের প্রমাণ পেয়েছে ইডি৷ এর পাশাপাশি মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে যে ৬১ জন চাকরিপ্রার্থীর তালিকা মিলেছিল, তার মধ্যে ৫৫ জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয় বলে শীর্ষ আদালতে জানায় ইডি৷
advertisement
advertisement
বিচারপতিদের ইডি-র পক্ষ থেকে আরও জানানো হয়, কেস ডায়েরি দেখার পর কলকাতার ইডি-র বিশেষ আদালত মানিকের ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়৷ সুপ্রিম কোর্টে মানিকের আবেদনের গ্রহণযোগ্যতা নেই বলে দাবি করে তুষার মেহতা যুক্তি দেন, গ্রেফতারি থেকে রেহাই চাইলে মানিককে ফৌজদারি কার্যবিধি মেনে নিম্ন আদালতে আবেদন করতে হবে৷
advertisement
যদিও ইডি-র বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন মানিক ভট্টাচার্যের আইনজীবী মুকুল রোহতগি৷ তিনি দাবি করেন, এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির দিন যে টাকা, সোনা উদ্ধার হয়, তা মানিকের বলে দেখানোর চেষ্টা করছে ইডি৷ মানিকের গ্রেফতারিকে অবৈধ বলে দাবি করে তাঁর আইনজীবী আরও দাবি করেন, সিবিআই-এর যে মামলায় মানিককে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে, সেই মামলাতেই নথিকে ঢাল করেই মাানিকের বিরুদ্ধে মামলা সাজিয়েছে ইডি৷ অথচ একমাত্র ২৬৯ জনের বেআইনি নিয়োগে অনিয়মের অভিযোগ বাদ দিয়ে মানিকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও দাবি করেন মানিক ভট্টাচার্যের আইনজীবী৷
advertisement
ইডি-র তরফে অবশ্য এর পাল্টা যুক্তি দিয়ে তুষার মেহতা বলেন, মানিকের আইনজীবী ইচ্ছাকৃত ভাবে ইডির তল্লাশি এবং বেআইনি ভাবে চাকরি প্রাপকদের তালিকা উদ্ধারের বিষয়টি বাদ দিতে চাইছেন৷ মানিকের ছেলের সংস্থার বিরুদ্ধেও ৫৩০টি কলেজ থেকে আপগ্রেডেশনের নামে মোট ২.৬৪ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে৷ যদিও টাকা নিলেও শৌভিকের সংস্থা ওই কলেজগুলিকে কোনও পরিষেবা দেয়নি বলেও আদালতে জানায় ইডি৷
advertisement
দু' পক্ষের সওয়াল জবাব শোনার পর দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দান স্থগিত রাখে৷ ফলে মানিককে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: ইডি হেফাজতেই থাকতে হবে, সুপ্রিম কোর্টে ঝুলে রইল মানিকের ভাগ্য
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement