বড় খবর! মানিককে প্রাথমিক পর্ষদ সভাপতি পদ থেকে সরানোর সিদ্ধান্ত সাময়িক স্থগিত, বলল আদালত

Last Updated:

যদিও স্থগিতাদেশ শব্দের বদলে অন্য একটি শব্দ ব্যবহার করা হয়েছে৷ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে, মানিককে সরিয়ে দেওয়ার নির্দেশ ‘অস্তিত্বহীন’

#নয়াদিল্লি: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরানোর সিদ্ধান্ত ‘আপাতত স্থগিতাদেশ’ বলে দিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত৷ পাশাপাশি, শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে, যে ২৬৯ জনের নিয়োগ বাতিল করার ঘোষণা করেছিল হাইকোর্ট, সেই সিদ্ধান্তেও আপাতত ‘আপাতত স্থগিতাদেশ’ দিল সুপ্রিম কোর্ট৷ সব মিলিয়ে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে৷
যদিও স্থগিতাদেশ শব্দের বদলে অন্য একটি শব্দ ব্যবহার করা হয়েছে৷ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে, মানিককে সরিয়ে দেওয়ার নির্দেশ ‘আপাতত স্থগিতাদেশ’৷ অর্থাৎ, পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আরও শুনানি হবে৷ তবে আদালত স্পষ্ট ভাবে বলেছে, এমন নয় যে এই সিদ্ধান্তের পর আবারও পদে বসিয়ে দেওয়া যাবে মানিক ভট্টাচার্যকে৷ মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: বিপর্যয়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন মমতা, অভিভাবক স্নেহে শিশুকে নিলেন কোলে
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন৷ আদালতের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ একই রায় দিয়েছিল৷ সেখানেই পাশাপাশি, ২৬৯ জনের নিয়োগও বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সেই সিদ্ধান্তই খানিকটা অন্যরকম হয়ে গেল৷
advertisement
তবে সিপিআইএম নেতা ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, ‘‘আদালত যে রায় দিয়েছে, তাতে স্পষ্ট লেখা হয়েছে, স্থগিতাদেশ হলেও পদে ফিরতে পারবেন না মানিক ভট্টাচার্য৷ তাই স্থগিতাদেশ এলেও নতুন করে কোনও পরিবর্তন হচ্ছে না৷’’
রাজীব চক্রবর্তী
বাংলা খবর/ খবর/দেশ/
বড় খবর! মানিককে প্রাথমিক পর্ষদ সভাপতি পদ থেকে সরানোর সিদ্ধান্ত সাময়িক স্থগিত, বলল আদালত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement