‘রাজনৈতিক প্রতিষ্ঠান আন্দোলনকে অনুপ্রাণিত করেছে’, আন্দোলন নিয়ে সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি

Last Updated:

ফলত বলা চলে, আন্দোনলকারীদে দাবি কার্যত উড়িয়ে দিলেন পর্ষদ সভাপতি৷

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: করণাময়ীর উত্তাল বিক্ষোভের মধ্যেই সাংবাদিক বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ তিনি সাংবাদিক বৈঠক করে এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন তিনি৷ তিনি সাংবাদিক বৈঠকে বলে, ‘‘গতকাল থেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা একটি মঞ্চ করেছে৷ তারা আমার কাছে দাবি সনদ প্রকাশ করেছে৷ আমরা চারজনের সঙ্গে কথা বলেছি৷’’ এর পরেই পর্ষদের বিষয়ে অবস্থান স্পষ্ট করেন গৌতম পাল৷
আরও পড়ুন: বিপর্যয়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন মমতা, অভিভাবক স্নেহে শিশুকে নিলেন কোলে
তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘১১ হাজারের বেশি কিছু পদে আমরা বিজ্ঞাপন দিয়েছিল৷ তাতে তাঁরা অংশগ্রহণ করবেন না বলেছেন৷ মুখ্যমন্ত্রীর সম্মনিতেত ২০২ সালে ১৬ হাজার নতুন পদ তৈরি হয়৷ ২০২১ সালে ১৬ হাজার ৫০০ জনের জন্য ২৯ হাজার ৬৬৫ জন আবেদন করেন৷ এর মধ্যে ১৩ হাজার ৫৬৪ জনকে নিয়োগ করা হয়৷ ১৬ হাজার ১০১ জন রয়েছেন, যাঁরা টেট উত্তীর্ণ৷ ২০১৭ সালে যাঁরা পাশ করেছেন, তাঁরা টেট উত্তীর্ণ ও তাঁরা চাকরির দাবিদার৷ আজকে যাঁরা নট ইনক্ল্যুডেট, তাঁরা দু’বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ সুযোগ পেয়েছে৷ বাকিরা কিন্তু সুযোগ পাননি৷ নিয়ম অনুসারে তাঁরা ২০১৪ সালের ও ২০১৭ সালের বয়স অনুসারে আবেদন করতে পারবেন৷’’
advertisement
advertisement
এর পরেই আন্দোলন নিয়ে মতপ্রকাশ করেন গৌতম পাল, ‘‘যাঁরা আন্দোলন করছেন, তাঁদের বলছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে কাজ করবে৷ আন্দোলনকারীদের বলছি, আপনারা পদ্ধতির মধ্যে আসুন৷ প্রতিবছর নিয়োগ হলে সবাই চাকরি পাবে৷ রাজনৈতিক প্রতিষ্ঠান এই আন্দোলনকে অনুপ্রাণিত করছে৷ আমরা বলেছি, ইন্টারভিউ অন ক্যামেরা ভিডিওগ্রাফি হবে৷ আগে ইন্টারনেটে প্যানেল দিয়ে দেব৷ সেখানে ক্যাটাগরি অনুসারে তথ্য দেওয়া হবে৷’’
advertisement
তিনি বলেন, ‘‘আমি বলছি, আগামী দিনে এমন রাস্তায় বসে থাকতে হবে না৷ আমরা আগামী বছর আরও অনেক পোস্ট পাব, কোনও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে বসে থাকতে হবে না৷ তবে এখন, যাঁরা রাস্তায় বসে আন্দোলন করছেন, তাঁদের দাবি অন্যায্য৷ এঁদের সবাইকে বোর্ডের নিয়োগ পদ্ধতিতে আসতে হবে৷ ইন্টারভিউ দিতে হবে৷ আর যাঁদের বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের নিয়ে আলোচনা করতে হবে৷’’ ফলত বলা চলে, আন্দোনলকারীদে দাবি কার্যত উড়িয়ে দিলেন পর্ষদ সভাপতি৷
advertisement
শঙ্কু সাঁতরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘রাজনৈতিক প্রতিষ্ঠান আন্দোলনকে অনুপ্রাণিত করেছে’, আন্দোলন নিয়ে সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement