TMC About Panchayat Election: শুক্রবার করে মমতার জেলাওয়াড়ি বৈঠক, অভিষেকের জেলা সফর, পঞ্চায়েতের প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের
- Published by:Uddalak B
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC About Panchayat Election: সংগঠনকে সাজাবেন খোদ মমতা , আর জেলায় জেলায় যেখানে বিরোধী দলগুলোর প্রভাবে রয়েছে , সেই সব জায়গায় এখন থেকেই ম্যারাথন প্রচারে নামছেন অভিষেক।
কলকাতা: পঞ্চায়েত প্রস্তুতিতে জোড়া পদক্ষেপ তৃণমূলের। একদিকে সপ্তাহে শুক্রবার করে জেলাওয়াড়ি বৈঠক মমতার । অন্যদিকে টানা জেলা সফর সেকেন্ড ইন কমান্ড অভিষেকের। দুর্নীতির অভিযোগ, সংখ্যালঘু ভোটের মুখ ফেরানো নিয়ে জল্পনা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিরোধীদের অলিখিত আঁতাতের সম্ভাবনা সব মিলিয়ে পঞ্চায়েতের আগে বহুমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে শাসক তৃণমূল ।
সংগঠনকে সাজাবেন খোদ মমতা , আর জেলায় জেলায় যেখানে বিরোধী দলগুলোর প্রভাবে রয়েছে , সেই সব জায়গায় এখন থেকেই ম্যারাথন প্রচারে নামছেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে, পিছিয়ে পড়া জায়গাতেই জোর তৃণমূল কংগ্রেসের। পিছিয়ে থাকা জেলা দিয়েই এপ্রিল জুড়ে সভা শুরু করবেন অভিষেক বন্দোপাধ্যায়। আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গাকে প্রথম পর্যায়েই বেছে নেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের জোরালো উপস্থিতিকেই মানদণ্ড করেছেন অভিষেক।
advertisement
এক নজরে এপ্রিলে অভিষেকের সভার তালিকা ।
advertisement
আরও পড়ুন - দেশের এই জনজাতির অদ্ভুত রীতি, বর-কনে বাছতে এক রাতের সঙ্গী হয় দু’জন, নিয়ম চমকে দেবে
৮ এপ্রিল - আলিপুরদুয়ার, ১২ এপ্রিল - বাঁকুড়া, ১৭ এপ্রিল - পূর্ব বর্ধমান, ২০ এপ্রিল - উত্তর দিনাজপুর, ২৯ এপ্রিল - আরামবাগ, খতিয়ে দেখলে এই সব জায়গাতেই রক্তক্ষরণ অব্যাহত তৃণমূলের । এই সব জায়গায় লোকসভা ও বিধানসভায় খারাপ ফল হয়েছিল তৃণমূলের। দলীয় রিপোর্টে বারে বারে উঠে এসেছে এই সব এলাকার সংগঠনের হাল।
advertisement
প্রথমেই ধরা যাক আলিপুরদুয়ার । এই জেলায় বিজেপির প্রভাব ও উপস্থিতি বেশ জোরালো । অন্যদিকে শাসক দলে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ঘ ছায়া । নেতৃত্বের মধ্যে প্রতিদিনের কলহ । তাই নজর দেওয়া জরুরি পঞ্চায়েতের আগে । এর পর বাঁকুড়া। এই জেলায় বিজেপির সংসদ রয়েছে । রয়েছে নীচুতলায় সংগঠনও । জঙ্গলমহলের অংশে রয়েছে আরএসএস এর দীর্ঘ দিনের উপস্থিতি । পূর্ব বর্ধমান বাঁকুড়ার চেয়ে ভাল অবস্থায় থাকলেও কালনা , কাটোয়া বর্ধমান শহর সর্বত্র বিজেপির পাশাপাশি জোরালো সংগঠন রয়েছে বামেদের। সম্প্রতি অঘোষিত আঁতাতের যে ছবি সাগরদীঘিতে ধরা পড়েছে তার অনুরূপ সম্ভাবনার আদর্শ জায়গা হতে পারে পূর্ব বর্ধমান জেলা ।
advertisement
এ ছাড়া উত্তর দিনাজপুর জেলায় রয়েছে দলে অসংখ্য সমস্যা । এই সব জেলায় সাম্প্রদায়িক সমস্যাও রয়েছে । বর্ষীয়ান তৃণমূল নেতা আব্দুল করিম চৌধুরী বিভিন্ন সময়ে নানা মন্তব্যে দলকে অস্বস্তিতে ফেলেছেন । এই জেলারই সংখ্যালঘু যুব মুখকে সম্প্রতি দলের সংখ্যালঘু সেলের সভাপতি করেছে তৃণমূল । একদা কংগ্রেসের গড় এই জেলাকে এখন থেকেই শক্ত হাতে ধরতে চাইছে শাসক দল। তাই এই জেলাও অভিষেকের সভার তালিকায় । তেমনিই আরেক স্থান আরামবাগ । আগের থেকে বিজেপির প্রভাব এই অংশে বেশ কিছুটা কমলেও শাসক দলকে পিছু তাড়া করা শিক্ষা দুর্নীতির আঁতুর ঘর এই হুগলি । তাই আরামবাগকে বেছে নিয়েছেন অভিষেক। আপাতত শীর্ষ নেতৃত্বের উপস্থিতিকে সামনে রেখেই ক্ষত মেরামতে শাসক শিবির । অভিষেকের সভাস্থল নির্বাচন সেই ইঙ্গিতই স্পষ্ট করে।
advertisement
Abir Ghoshal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 8:48 AM IST








