Scam Bengal: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

Scam Bengal: ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য। ২০১৮-১৯ সালে অয়ন শীল তার নিজের সংস্থা ABS Infozon privet limited-এর মাধ্যমে রাজ্যের একাধিক পুরসভার ক্লারিক্যাল পদে নিয়োগ করেছিল।

কলকাতা: অয়ন শীলের সল্টলেকের অফিসে যাতায়াত ছিল বেশি কিছু প্রভাবশালী নেতাদের। অয়নের সঙ্গে প্রায় ৬ জন প্রভাবশালীদের যোগাযোগ ছিল। মানিক, শান্তনু, পার্থ এরা নয়। এরা ছাড়াও বেশ কিছু প্রভাবশালী যাঁরা এখনও গ্রেফতার নন। তাদের সঙ্গে ওঠা বসা কী কারণে ছিল অয়নের? এখন এটাই জানতে চায় ইডি। প্রয়োজনে তাঁদেরকেও তলব করা হবে। কী কারণে অয়নের অফিসে আনাগোনা ছিল, করা হবে সেই প্রশ্নও।
এদিকে, ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য। ২০১৮-১৯ সালে অয়ন শীল তার নিজের সংস্থা ABS Infozon privet limited-এর মাধ্যমে রাজ্যের একাধিক পুরসভার ক্লারিক্যাল পদে নিয়োগ করেছিল। তার সংস্থা এই নিয়োগের বরাত পেয়েছিল বলে ইডিকে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
হালিশহর, বরাহনগর সহ ৭০টি বেশি পুরসভার নিয়োগের কাজ করেছিল এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। থার্ড পার্টি হিসেবে তার সংস্থা নিয়োগের কাজ করেছিল। যদিও ইডি মনে করছে, এই নিয়োগেও সুপারিশ ও টাকার লেনদেন হয়েছে। শুধু পুরসভা নয়, দমকল বিভাগের নিয়োগের ক্ষেত্রেও বরাত পেয়েছিল অয়নের সংস্থা বলে দাবি ইডির। এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অয়ন ও তার স্ত্রী।
advertisement
ইডি সূত্রে খবর, নিজের সল্টলেকের বাড়ির আশপাশের মানুষজনের সন্দেহ এড়াতে সল্টলেকে অয়নের নিয়োগ দুর্নীতির ডেরাকে, 'কম্পিউটারের অফিস' বলে চালাতেন অয়ন। সল্টলেকে অয়নের ডেরায় আনাগোনা ছিল মোটরবাইকে করে আসা বহু যুবকের ( চাকরি প্রাথীরা ও এজেন্ট ) দাবি ইডির। তাহলে কf টাকার লেনদেন ও অযোগ্য চাকরি প্রার্থীরা সুপারিশের জন্য আসত? অয়ন শীলের সল্টলেকে 'কম্পিউটারের অফিসের' আড়ালে চলত নিয়োগ দুর্নীতির ব্যবসা! ধৃত অয়নকে ইডির জেরায় এমনই চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam Bengal: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement