Puri Mamata Banerjee: পুরী ভালবাসেন যারা, তাদের জন্য বিরাট খবর! আর রইল না থাকার চিন্তা, বড় সিদ্ধান্ত মমতার
- Published by:Suman Biswas
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Puri Mamata Banerjee: এবার পুরীতে রাজ্যের গেস্ট হাউস। ওড়িশা সফরেই গেস্ট হাউসের নকশা চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ওড়িশার পুরীতে এবার রাজ্যের গেস্ট হাউস গড়ে উঠতে চলেছে। কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পুরীতে গেস্ট হাউস করা যায় নাকি?সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার সেই পরিকল্পনা কার্যকরী করার পথে এগোল নবান্ন।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ওড়িশা সফরে গেস্ট হাউস পরিকল্পনার রূপরেখা তৈরি করে দিতে পারেন। পুরী সংলগ্ন কোন এলাকায় গেস্ট হাউস তৈরি করা যেতে পারে সেই এলাকা পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় সেখানে গিয়ে চূড়ান্ত অনুমোদনও দিতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য রাজ্যের পূর্ত দফতরের কয়েকজন আধিকারিকও যাচ্ছেন বলে সূত্রের খবর।
advertisement
advertisement
আগামীকাল বিকেলে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সন্ধ্যা বেলা ভুবনেশ্বর পৌঁছে ওইদিন রাতে ভুবেনেশ্বরে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও একবার ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর মন্দিরে পুজো দিয়েছিলেন। পুরীতে পুজো দেওয়ার পর বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কয়ের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মমতার।বৃহস্পতিবার বিকেলেই কলকাতার ফেরার কথা মুখ্যমন্ত্রীর। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক শক্তির উত্থানে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
গত সপ্তাহেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ এক ঘন্টা বৈঠক করেছেন। তারপর বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরের বিশেষ চমকই হতে চলেছে পুরীতে রাজ্যের গেস্ট হাউস গড়ে তোলা। উত্তরপ্রদেশের বারানসিতেও গেস্ট হাউস গড়ে তোলার পরিকল্পনার কথা আগ্রহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন এলাকায় গেস্ট হাউস গড়ে তোলা যেতে পারে সেই বিষয়েও ইতিমধ্যেই রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকরা এক প্রকার প্রস্তুতি ও নিয়ে ফেলেছে। নবান্ন সূত্রে খবর পুরীতে গেস্ট হাউসের নকশা কী রকম হবে তাও কার্যত প্রস্তুত করে ফেলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাই এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফরে রাজ্যের তরফে গেস্ট হাউস অন্যরকম যে চমক হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 2:47 PM IST