ভারতীয় রেল আইনের 77-A ধারা অনুযায়ী রেলের পশুদের জন্য নির্ধারিত কামরায় যাতায়াত করতে পারে পোষ্যরা। তার জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয়। মানে পশুদের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থের টিকিট কাটতে হয়। পশুদের কোনও ক্ষতি হলে অবশ্য রেল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেয় না। ক্ষতির তালিকায় রয়েছে পশুর মৃত্যু, অসুস্থতা, খাদ্য বা জল সরবরাহ, অতিরিক্ত পশুর উপস্থিতি ইত্যাদি। রেল দুর্ঘটনায় পশুর মৃত্যু হলেও কোনও ক্ষতিপূরণ মেলে না।