Exclusive: Indian Railways: পোষ্যকে নিয়ে ট্রেনে যাত্রা করবেন? নিয়মে বড় বদল, আর সহজ বিষয় নয়! ঘোষণা রেলের
- Published by:Suman Biswas
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: নয়া নিয়মে প্রথম শ্রেণী ছাড়া অন্য কোনও শ্রেণিতে কুকুর নেওয়া যাবে না। যাত্রীকে প্রথম শ্রেণীর চারটে বার্থ বা একটা ক্যুপ বুকিং নিতে হবে।
advertisement
advertisement
advertisement
ভারতীয় রেল আইনের 77-A ধারা অনুযায়ী রেলের পশুদের জন্য নির্ধারিত কামরায় যাতায়াত করতে পারে পোষ্যরা। তার জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয়। মানে পশুদের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থের টিকিট কাটতে হয়। পশুদের কোনও ক্ষতি হলে অবশ্য রেল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেয় না। ক্ষতির তালিকায় রয়েছে পশুর মৃত্যু, অসুস্থতা, খাদ্য বা জল সরবরাহ, অতিরিক্ত পশুর উপস্থিতি ইত্যাদি। রেল দুর্ঘটনায় পশুর মৃত্যু হলেও কোনও ক্ষতিপূরণ মেলে না।
advertisement