Mohun Bagan Mamata Banerjee: ব্রাজিলের সঙ্গে এবার খেলবে মোহনবাগান? মমতার 'ইচ্ছে'তে বিরাট জল্পনা শুরু বাংলায়
- Published by:Suman Biswas
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mohun Bagan Mamata Banerjee: মমতার সংযোজন, ''আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই। আপনাদের মধ্য দিয়ে। আপনারা আরও ভালো খেলুন।
কলকাতা: আইএসএল জেতার জন্য মোহনবাগান ক্লাবে গিয়ে সকল খেলোয়ারদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মোহনবাগান ক্লাবে তিনি ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির জন্য আও ৫০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। এর আগে গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, আইএসএল জেতায় মোহনবাগানকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা গোপন রাখেননি মমতা। বরং বেশ কয়েক কদম এগিয়ে তিনি বলেন, ''মোহনবাগান আমাদের এই পথ দেখিয়েছে। সারা দেশের মধ্য আপনারা জিতেছেন। আমি চাই আপনারা আগামী দিনে বিশ্বসেরা হোন। একদিন মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না? খেলতে হবে ও বিশ্বজয় করতে হবে।''
এখানেই শেষ নয়, মমতার সংযোজন, ''আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই। আপনাদের মধ্য দিয়ে। আপনারা আরও ভালো খেলুন। আপনারা বাংলার ধ্রুবতারা। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। বাংলাকে অবহেলা করলে হবে না। বাংলা জয় করতে পারে।''
advertisement
advertisement
মোহনবাগানের আইএসএল জয় নিয়েও এদিন নিজের স্বপ্নের কথাও জানান তিনি। বলেন, ''আমি অরূপকে (বিশ্বাস) বলেছিলাম, তখন ও বলেছিল আমার বুকে চাপ হচ্ছে, আমি নিতে পারব না। আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না স্বপ্নও আমি দেখি। যেদিন খেলা সেদিন ভোরবেলায় আমি স্বপ্ন দেখি মোহনবাগান জিতে গেছে। খেলার আগে তাই আমি অরূপকে এসএমএস করে জানিয়েছিলাম। বাংলা আজ ভারতসেরা। আমরা গর্বিত।''
advertisement
আরও পড়ুন: জিতেন্দ্রই শুধু নয়, আরও ২ বিজেপি নেতার বিরাট স্বস্তি! গ্রেফতারে স্থগিতাদেশ
মোহনবাগানের জেতার সূত্র ধরে খেলা নিয়ে নিজের পারিবারিক সমীকরণের কথাও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মোহনবাগানের খেলা হলে কালী বাড়িতে পুজো দিতেন আমার মা। আমি কার সাপোর্টার বলব না। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। মোহনবাগান জিতছে প্রতিবছর। ইস্টবেঙ্গল ভালভাবে তৈরি করতে পারেনি। যখন ওরা শুরু করছে তখন ওরা খুব দেরি করেছে। ওরা টিমটাও ভালোভাবে তৈরি করতে পারেনি। কিন্তু মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে।''
advertisement
মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ''আপনারা খুব ভাল, আপনারা ইতিহাস রচনা করেছেন। আমার শুভেচ্ছা জানাবেন আপনাদের পরিবারকে। আমি দেখলাম বাংলারও অনেক ছেলে এখানে খেলেছেন। তাদের জীবনে একরাশ স্বপ্ন।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 2:24 PM IST