Mamata Banerjee: হাঁটুর ব্যথার জন্য আপাতত বিশ্রামে মমতা, এই প্রথম মন্ত্রিসভার বৈঠক হচ্ছে কালীঘাটে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত বাড়িতে আছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই প্রশাসনিক কাজ চালাচ্ছেন তিনি৷ সূত্রের খবর, সেই কারণেই মুখ্যমন্ত্রীর বাসভবনের যে অফিস আছে সেখানেই এই রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে।
কলকাতা: পায়ে সমস্যার কারণে আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, বৃহস্পতিবার সেই কারণে কালীঘাটের বাড়িতেই হচ্ছে মন্ত্রিসভার বৈঠক৷ ২০১১ সালে বামেদের সরিয়ে ক্ষমতায় আসার পর থেকে এই প্রথম বার মুখ্যমন্ত্রীর বাড়িতে এই ভাবে মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর৷
২০১১ সালে এ রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে। বামেদের সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দোপাধ্যায়। ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত প্রশাসনিক ভবন ছাড়া একাধিক জায়গায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে৷ তবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে কখনও বৈঠক হয়নি৷ ২০১৭ সালে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিল দার্জিলিংয়ে। যদিও জুন মাসের সেই মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অশান্তি বেঁধেছিল পাহাড়ে৷ হঠাৎ করেই মাথাচাড়া দিয়েছিল বিমল গুরুং বনাম রাজ্যের লড়াই।
advertisement
আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে কতটা প্রস্তুত উদ্যোক্তারা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশ কমিশনারের
মন্ত্রিসভার দীর্ঘদিনের সদস্যরা বলছেন এর আগে, আর একবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সল্টলেকে। সেবার কেএমডিএ ভবন বা উন্নয়ন ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়৷ এছাড়া, দীর্ঘ সময় ধরে এই বৈঠক হয়ে আসছে নবান্নে৷ তারও আগে মহাকরণের রোটান্ডায়৷ এছাড়া, বিধানসভার অধিবেশন চলাকালীন মন্ত্রিসভার বৈঠক হয়, মুখ্যমন্ত্রীর ঘরে৷
advertisement
advertisement
চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত বাড়িতে আছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই প্রশাসনিক কাজ চালাচ্ছেন তিনি৷ সূত্রের খবর, সেই কারণেই মুখ্যমন্ত্রীর বাসভবনের যে অফিস আছে সেখানেই এই রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে।
advertisement
উৎসবের মরসুম শুরু হওয়ার আগে এই রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে এখান থেকে৷ এছাড়া, আজই কালীঘাট থেকে অনলাইনে রাজ্যের প্রায় ৮০০ পুজো উদ্বোধন করবেন মমতা বন্দোপাধ্যায়। এর মধ্যে কলকাতার শ্রীভূমি, হাতিবাগান সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীনের মতো একাধিক পুজো আছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 12, 2023 1:03 PM IST