Odisha: বিড়ালকে বাঁচাতে গিয়ে হুড়মুড়িয়ে ঝাঁপ দিলেন কুয়োয়! বীভৎস পরিণতি আইসক্রিম বিক্রেতার

Last Updated:

দীর্ঘক্ষণ কেটে গেলেও শিবরাম উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা৷ তখন শিবরাম বাবুকে উদ্ধার করতে আবার কুয়োতে নামতে শুরু করেন দু’জন৷

ওড়িশা: ওড়িশার পাটিয়ার ঘটনা৷ রেল স্টেশনের সামনে নিয়মিত নিজের আইসক্রিমের গাড়ি নিয়ে বসতেন বছর পঞ্চাশের শিবরাম শাহু৷ বুধবার সকালে সেখানেই ঘটে মর্মান্তিক ঘটনা৷ স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, রেল স্টেশনের কাছেই একটি পরিত্যক্ত কুয়ো ছিল৷ বুধবার সকালে হঠাৎই সেই কুয়োর মধ্যে পড়ে যায় একটি বিড়াল৷ আগুপিছু না ভেবে বিড়ালটিকে বাঁচাতে সেই কুয়োর মধ্যেই ঝাঁপ দেন শিবরাম৷ তারপর..
দীর্ঘক্ষণ কেটে গেলেও শিবরাম উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা৷ তখন শিবরাম বাবুকে উদ্ধার করতে আবার কুয়োতে নামতে শুরু করেন দু’জন৷
আরও পড়ুন: এই সব রাশির ভাগ্যে শুধুই টাকার খেলা! ৩০ বছর পরে নবরাত্রিতে একসাথে ৩ শুভ সংযোগ
কিন্তু কিছুদূর নামতেই তাঁদের শ্বাস আটকে আসে৷ অন্ধকারে, দমবন্ধ করা গ্যাসে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন তাঁরা৷ ততক্ষণে অবশ্য দমকল বিভাগে খবর দেওয়া হয়েছে৷ তড়িঘড়ি সেই দু’জনকে কুয়োর মধ্যে থেকে উদ্ধার করেন দমকলকর্মীরা৷ সঙ্গে সঙ্গে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে৷ কোনও রকমে প্রাণে বাঁচেন ওই দু’জন৷
advertisement
advertisement
কিন্তু, শিবরাম বাবুকে বাঁচানো যায়নি৷ বাঁচেনি বিড়ালটিও৷ ঘটনার বেশ কিছুক্ষণ পড়ে পরিত্যক্ত কুয়ো থেকে শিবরাম বাবুর নিথর দেহ উদ্ধার হয়৷ পুলিশের প্রাথমিক ধারণা, দমবন্ধ হয়েই শিবরামবাবুর মৃত্যু হয়েছে৷ তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ৷
advertisement
শিবরামবাবুকে বাঁচাতে কুয়োয় নেমেছিলেন তাঁর ভাই-ও৷ সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘শিবরামকে সাহায্য করতে আমি কুয়োয় নেমেছিলাম৷ কিন্তু, কিছু দূর নামতেই বুঝলাম একেবারে শ্বাস নিতে পারছি না৷ ভিতরে গ্যাসে ভর্তি৷’’ প্রসঙ্গত, পরিত্যক্ত কুয়োয় অনেক সময় মিথেন নামক গ্যাস প্রাকৃতিক ভাবে তৈরি হয়৷ সেই গ্যাসেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের৷
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha: বিড়ালকে বাঁচাতে গিয়ে হুড়মুড়িয়ে ঝাঁপ দিলেন কুয়োয়! বীভৎস পরিণতি আইসক্রিম বিক্রেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement