Camphor Vastu tips: হলুদ কাপড়ে রাখুন ২টি লবঙ্গ..কর্পূর দিয়ে করুন এই প্রতিকার! টাকায়-গয়নায় ভরে উঠবে সংসার

Last Updated:
প্রায় প্রত্যেক পুজোতেই কর্পূরের ব্যবহার হয়ে থাকে৷ কিন্তু, অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, নবরাত্রির এই সময়ে কর্পূর ও লবঙ্গ দিয়ে এই প্রতিকার করলে তুষ্ট হন মা দুর্গা৷ সংসারের সমস্ত সমস্যা থেকে মেলে মুক্তি৷
1/7
নবরাত্রি ভারতীয়দের অন্যতম প্রিয় উৎসব৷ আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবরাত্রি শুরু হয়। এ বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবরাত্রির এই ৯ দিনে দেবী দুর্গাকে বিভিন্ন রূপে পূজা করা হয়।
নবরাত্রি ভারতীয়দের অন্যতম প্রিয় উৎসব৷ আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবরাত্রি শুরু হয়। এ বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবরাত্রির এই ৯ দিনে দেবী দুর্গাকে বিভিন্ন রূপে পূজা করা হয়।
advertisement
2/7
প্রায় প্রত্যেক পুজোতেই কর্পূরের ব্যবহার হয়ে থাকে৷ কিন্তু, অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, নবরাত্রির এই সময়ে কর্পূর ও লবঙ্গ দিয়ে এই প্রতিকার করলে তুষ্ট হন মা দুর্গা৷ সংসারের সমস্ত সমস্যা থেকে মেলে মুক্তি৷
প্রায় প্রত্যেক পুজোতেই কর্পূরের ব্যবহার হয়ে থাকে৷ কিন্তু, অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, নবরাত্রির এই সময়ে কর্পূর ও লবঙ্গ দিয়ে এই প্রতিকার করলে তুষ্ট হন মা দুর্গা৷ সংসারের সমস্ত সমস্যা থেকে মেলে মুক্তি৷
advertisement
3/7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এক জোড়া লবঙ্গ মা দুর্গার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। পণ্ডিতেরা বলেন, নবরাত্রির সময় পুজো করার সময় লবঙ্গ নিবেদন করার বিশেষ তাৎপর্য রয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এক জোড়া লবঙ্গ মা দুর্গার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। পণ্ডিতেরা বলেন, নবরাত্রির সময় পুজো করার সময় লবঙ্গ নিবেদন করার বিশেষ তাৎপর্য রয়েছে।
advertisement
4/7
কর্মস্থলে দীর্ঘদিন ধরে কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন৷? চাকরিতে বারবার বাধা আসছে? তাহলে নবরাত্রির সময় দু’টি লবঙ্গ নিয়ে মাথায় ৭ বার ঠেকান, তারপরে মা দুর্গার চরণে অর্পণ করুন৷ নবরাত্রির ন’দিন টানা এই প্রতিকার পালন করবেন৷ ফল আসবেই৷
কর্মস্থলে দীর্ঘদিন ধরে কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন৷? চাকরিতে বারবার বাধা আসছে? তাহলে নবরাত্রির সময় দু’টি লবঙ্গ নিয়ে মাথায় ৭ বার ঠেকান, তারপরে মা দুর্গার চরণে অর্পণ করুন৷ নবরাত্রির ন’দিন টানা এই প্রতিকার পালন করবেন৷ ফল আসবেই৷
advertisement
5/7
কোনও কারণে যদি অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে নবরাত্রির সময় নিম্নোক্ত প্রতিকার করে দেখুন৷ একটি হলুদ কাপড় নিন, তারপরে তাতে এক জোড়া লবঙ্গ, ৫টি সুপারি ও একটি এলাচ রাখুন৷ তারপরে মা দুর্গার চরণে ঠেকিয়ে সেই পুঁটলিকে আপনার আলমারির লকারে রেখে দিন৷ এতে আপনার সংসার থেকে অভাব দূর হবে। আসবে সমৃদ্ধি৷
কোনও কারণে যদি অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে নবরাত্রির সময় নিম্নোক্ত প্রতিকার করে দেখুন৷ একটি হলুদ কাপড় নিন, তারপরে তাতে এক জোড়া লবঙ্গ, ৫টি সুপারি ও একটি এলাচ রাখুন৷ তারপরে মা দুর্গার চরণে ঠেকিয়ে সেই পুঁটলিকে আপনার আলমারির লকারে রেখে দিন৷ এতে আপনার সংসার থেকে অভাব দূর হবে। আসবে সমৃদ্ধি৷
advertisement
6/7
এ ছাড়া নবরাত্রির ন’দিনের প্রতিদিন কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে সেই ধোঁয়া গোটা বাড়ি, ঘর-দোর আশপাশে ঘুরিয়ে আনুন৷ এতে আপনার সংসার থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হবে৷ যাবতীয় দুশ্চিন্তা দূর হবে৷
এ ছাড়া নবরাত্রির ন’দিনের প্রতিদিন কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে সেই ধোঁয়া গোটা বাড়ি, ঘর-দোর আশপাশে ঘুরিয়ে আনুন৷ এতে আপনার সংসার থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হবে৷ যাবতীয় দুশ্চিন্তা দূর হবে৷
advertisement
7/7
এখানে দেওয়া তথ্য জ্যোতিষ পরামর্শদাতার মতামত অনুসারে লেখা হয়েছে৷ এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ 18 নিশ্চিত করে না।
এখানে দেওয়া তথ্য জ্যোতিষ পরামর্শদাতার মতামত অনুসারে লেখা হয়েছে৷ এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ 18 নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement