Durga Puja 2023: পুজোর ভিড় সামলাতে কতটা প্রস্তুত উদ্যোক্তারা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশ কমিশনারের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
এদিন একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে একে একে বোসপুকুর শীতলামন্দির, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, বেহালা নতুনদল এবং কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখেন তাঁরা৷
কলকাতা: পুজোর ভিড় সামলাতে ঠিক কতটা প্রস্তুত শহরের পুজো উদ্যোক্তারা? অগ্নি নির্বাপণ ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাপনা কেমন? সব মিলিয়ে শহরের বড় পুজোগুলির সার্বিক নিরাপত্তা ব্যবস্তা খতিয়ে দেখতে এদিন পুজো মণ্ডপগুলি ঘুরে দেখলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল৷
এদিন সিপি বলেন, ‘‘পুজোর দিনগুলোতে ভিড় সামাল দিতে সমস্ত ভাবে প্রস্তুত কলকাতা পুলিশ। প্রি পুজো থেকে পুজোর দিন সুষ্ঠু ভাবে সকলে যাতে উৎসবে মেতে উঠতে পারেন সেই দিকে নজর থাকবে। পুজোর দিনে হঠাৎ কোনও পুজো মণ্ডপে ভিড় বেশি হলে তা সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা থাকছে। এবার পুজো দেখতে বিদেশ থেকে পর্যটকরা আসছেন তাঁরাও যাতে উৎসবের দিনে ভাল ভাবে কাটাতে পারেন সেই দিকেও নজর থাকবে। পুজোর শপিং চলছে তাই এখন থেকেই পুলিশ ডিপ্লয়মেন্ট ট্রাফিক ম্যানেজ করা রয়েছে। দিন যত এগোবে তত ডিপ্লয়মেন্ট বাড়বে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: হলুদ কাপড়ে রাখুন ২টি লবঙ্গ..কর্পূর দিয়ে করুন এই প্রতিকার! টাকায়-গয়নায় ভরে উঠবে সংসার
এদিন একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে একে একে বোসপুকুর শীতলামন্দির, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, বেহালা নতুনদল এবং কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখেন তাঁরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 12, 2023 12:40 PM IST