Mamata Banerjee| Ukraine Students: ফেরানোর দাবিতে ছিলেন সোচ্চার! ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মমতা

Last Updated:

Mamata Banerjee| Ukraine Students: রাজ্যের প্রায় ৩০০ এরও বেশী পড়ুয়া ইউক্রেন থেকে ফিরেছে। প্রতিটি জেলা থেকে ইউক্রেন ফেরত পড়ুয়াদের আলাপচারিতায় যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাপচারিতা
পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাপচারিতা
#কলকাতা : আগামী ১৬ মার্চ ইউক্রেন (Bengal Students From Ukraine) ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee| Ukraine Students)। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সব ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করবেন মুখ্যমন্ত্রী। দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী এর আগে ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানোর বিষয়ে সরব হন মমতা।
রাজ্যের প্রায় ৩০০ এরও বেশী পড়ুয়া (Mamata Banerjee| Ukraine Students) ইউক্রেন থেকে ফিরেছে। প্রতিটি জেলা থেকে ইউক্রেন ফেরত পড়ুয়াদের আলাপচারিতায় যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। জেলাশাসক মারফত নির্দেশ জেলাগুলিতে পড়ুয়াদের কাছে পাঠিয়েছে নবান্ন। শুধু তাই নয়, পড়ুয়াদের আনার জন্য বিশেষ ব্যবস্থাও করছে রাজ্য।
advertisement
advertisement
রুশ-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধের জেরে দেশে ফিরেছেন হাজার হাজার ভারতীয় পড়ুয়া (Indian Students In Ukraine)। অপারেশন গঙ্গার মাধ্যমে ভারত সরকার তাঁদের ফিরিয়ে এনেছে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলেই, পড়াশোনা আদৌ হবে কিনা, ডিগ্রি আসবে কিনা সেই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় তাঁরা এবং পরিবারের সকলে। এরই মধ্যে, সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। যাতে ইউক্রেন ফেরত পড়ুয়ারা নিজের দেশেই ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ করতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁদের (Bengal Students From Ukraine) কী পরামর্শ দেন সেদিকে নজর থাকবে সকলের।
advertisement
প্রসঙ্গত, ইউক্রেনে (Russia Ukraine War) আটকে পড়া বাংলার পড়ুয়াদের সুরক্ষা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee| Ukraine Students)। পশ্চিমবঙ্গের পড়ুয়া যাঁরা ইউক্রেনে আটকে ছিলেন তাঁদের সাহায্য করার জন্য নবান্নে খোলা হয় বিশেষ কন্ট্রোল রুম। শুধু তাই নয় নবান্নের তরফে তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দেশে ফেরার পরে তাঁদের সুরক্ষিতভাবে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। যাঁরা ইউক্রেন থেকে ফেরে (Bengal Students From Ukraine) তাঁদের বিনামূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিমানবন্দর থেকে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও করা হয় ব্যবস্থা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee| Ukraine Students: ফেরানোর দাবিতে ছিলেন সোচ্চার! ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মমতা
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement