100 Days Work: বড় সুখবর! ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের রিপোর্টে এগিয়ে রাজ্য

Last Updated:

100 Days Work: শ্রমিক শক্তিতে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেছেন, "শ্রমিক শক্তির দিক থেকে পশ্চিমবঙ্গ হল দেশের প্রথম রাজ্য এবং এই সময়ের মধ্যে মানরেগা প্রকল্পের অধীনে মোট ১,০৭,৯৮,৪৫২ জন কর্মীকে নিযুক্ত করতে পেরেছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা : মানরেগার অধীনে মানব-দিবস তৈরিতে পশ্চিমবঙ্গ সবার উপরে। কেন্দ্রের রিপোর্টকে হাতিয়ার করছে রাজ্য। অপরদিকে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫-এর অধীনে মানব-দিবস তৈরিতে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে (100 Days Work) রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সারা দেশে কর্মশক্তিতে প্রথম স্থান অধিকার করেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন বলেছিলেন যে চলতি অর্থবছরে ৭ই মার্চ পর্যন্ত, ১০০ দিনের চাকরি প্রকল্পের অধীনে মোট ৩৩,৯৪,৫৯,১৪৬টি মানব-দিবস তৈরি করা হয়েছে।
অন্যদিকে, শ্রমিক শক্তিতে রাজ্য প্রথম (100 Days Work) স্থান অধিকার করেছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেছেন, "শ্রমিক শক্তির দিক থেকে পশ্চিমবঙ্গ হল দেশের প্রথম রাজ্য এবং এই সময়ের মধ্যে মানরেগা প্রকল্পের অধীনে মোট ১,০৭,৯৮,৪৫২ জন কর্মীকে নিযুক্ত করতে পেরেছে।”রাজ্য সরকার এর আগে কেন্দ্রের কাছে ৩৫ কোটি মানব-দিবস তৈরির জন্য বলেছিল, কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল মাত্র ২৭ কোটির জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই মানরেগা প্রকল্পের জন্য বরাদ্দ কমানোর বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন।
advertisement
advertisement
বাংলায় ১০০-দিনের প্রকল্পের অধীনে কাজের জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পঞ্চায়েত বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে (100 Days Work) চলতি অর্থবছরের জন্য পশ্চিমবঙ্গের জন্য ২২ কোটি মানব-দিবসের শ্রম বাজেট অনুমোদন করেছে। যাইহোক, কোভিড -১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে ১০০-দিনের চাকরির প্রকল্পের অধীনে কাজের ব্যাপক চাহিদার কারণে, রাজ্য ২০২১ সালের অক্টোবরের মধ্যেই লক্ষ্য অর্জন করেছিল। পশ্চিমবঙ্গ সরকার তখন অতিরিক্ত মানব-দিবস চেয়েছিল, যার পরে কেন্দ্র আরও ৫ কোটি মানব-দিবস অনুমোদন করেছে। এটাও গত বছরের ডিসেম্বরে শেষ হয়ে যায়।
advertisement
রাজ্যের বক্তব্য ১০০ দিনের কাজে (100 Days Work) বিভিন্ন দফতরের সমন্বয় নিয়েও কাজ করা হবে। ইতিমধ্যেই কৃষি, সেচ এমনকি পর্যটন দফতরও একাধিক জায়গায় ১০০ দিনের কাজে ব্যবহার করা হবে। তবে রাজ্যের অভিযোগ, ১০০ দিনের কাজে তারা এগিয়ে থাকলেও কেন্দ্রের তরফে যথাযথ সাহায্য মিলছে না।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
100 Days Work: বড় সুখবর! ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের রিপোর্টে এগিয়ে রাজ্য
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement