Swearing-In-Ceremony: কোভিডের জেরে বিনা আড়ম্বরে আজ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

শপথের পরই নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী। সেজে উঠেছে নীলবাড়ি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অফ অনার।

মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: ফের ডাবল সেঞ্চুরি। ফের ক্ষমতায়। এবার শপথ। বুধবার তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে মহাসাড়ম্বরে রেড রোডে হয়েছিল শপথের অনুষ্ঠান। এবার কোভিডের জন্য বিনা আড়ম্বরে রাজভবনে। এদিন শপথ নেবেন মমতা একা। জয়ী প্রার্থীদের করোনা পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে থাকার বার্তা দলনেত্রীর।
আজ সকাল ১০:৪৫ মিনিটে মমতার শপথ। কোভিড পরিস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠান। আমন্ত্রিত বুদ্ধদেব ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, আবদুল মান্নান। শপথে আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
৬ তারিখ থেকে বিধায়কদের শপথ ৷ নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। পরে বিমান বন্দ্যোপাধ্যায় হবেন স্পিকার।
advertisement
জয়ের পর সোমবারই প্রথমে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই দেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতার নির্দেশ, সবাইকে দায়িত্বশীল হতে হবে ৷ করোনা পরিস্থিতিতে কোনওমতেই এলাকা ছাড়বেন না। এলাকাবাসীর খোঁজখবর রাখুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন ৷
advertisement
সবার আগে এখন কোভিড মোকাবিলাই কাজ ৷ এলাকায় শান্তি বজায় রাখারও নির্দেশ দেন তৃণমূলনেত্রী ৷
শপথের পরই নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী। সেজে উঠেছে নীলবাড়ি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অফ অনার। নবান্নে কোভিড নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেবেন নয়া নির্দেশিকা। ভোটের জন্য থমকে থাকা কাজ নিয়েও বৈঠক।
জয়ের পর এখন মন্ত্রিত্ব ঘিরে জল্পনা। মন্ত্রীর তালিকায় নাম না থাকলে কেউ যাতে অসন্তুষ্ট না হন, সে বার্তাও এদিনের বৈঠকে দিয়ে রেখেছেন মমতা। শপথ নিয়ে আলোচনা করতে সন্ধেয় তিনি রাজভবনে যান।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Swearing-In-Ceremony: কোভিডের জেরে বিনা আড়ম্বরে আজ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement