ঢাক বাজিয়ে সুরুচির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়, কাঁসর-ঘণ্টার তালে অন্য মেজাজ! দেখুন

Last Updated:

পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রী প্রবেশ করলেন ঢাক বাজাতে বাজাতে।

ঢাক বাজালেন মমতা
ঢাক বাজালেন মমতা
#কলকাতা: লাগাতার পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেক দিনে প্রায় ৩০০ পুজো উদ্বোধনের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। তারই মাঝে রাজ্যের অন্যতম মন্ত্রী, শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রী প্রবেশ করলেন ঢাক বাজাতে বাজাতে।
পাশেই কাঁসর-ঘণ্টা বাজিয়ে মুখ্যমন্ত্রীর ঢাকের তালে তাল দিলেন অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমও। বুধবার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঢাক বাজাতে দেখা যায় তাঁকে। কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা যায়।
advertisement
advertisement
এদিন অরূপ বিশ্বাসের সঙ্গে কাঁসর-ঘণ্টা বাজাতে দেখা যায় রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমারকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাক বাজান মেয়র ফিরহাদ হাকিমও। মুখ্যমন্ত্রীকে এভাবে ঢাক বাজাতে দেখে উপস্থিত জনতা হতবাক হয়ে যান আবার খুশিও হন সকলেই। কাঁচি হাতে ফিতে কেটে নয়, বরং ঢাক বাজিয়ে এমন অভিনব উদ্বোধন দেখে উচ্ছ্বসিত হন দর্শক।
আরও পড়ুন: পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দীর্ঘ দিন ধরেই সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করছেন মমতা। এই পুজোর জন্য 'থিম সং'-ও গেয়েছেন তিনি। তবে এ বারই প্রথম পুজো উদ্বোধনে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পুজো প্রাঙ্গণ থেকেই পুজোর সময় মহিলাদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানান, মহিলাদের নিরাপত্তা রক্ষায় পুজোর সময় কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’ সদা প্রহরায় থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঢাক বাজিয়ে সুরুচির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়, কাঁসর-ঘণ্টার তালে অন্য মেজাজ! দেখুন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement