Mamata Banerjee: 'লজ্জা করে না?' সাগরদিঘিতে হার নিয়ে মমতার রোষে তৃণমূল সাংসদ

Last Updated:

সাগরদিঘিতে হারের জন্য এর আগে বাম-কংগ্রেস-বিজেপি-র অনৈতিক জোটকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদের নেতাদের উপরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুর্শিদাবাদের নেতাদের উপরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: দলের নেতাদের একাংশের অন্তর্ঘাতেই হারতে হয়েছে সাগরদিঘিতে। কালীঘাটে দলের নেতাদের নিয়ে বৈঠকে এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘিতে হার নিয়ে দলের নেতাদের সামনেই হতাশা প্রকাশ করেন তৃণমূলনেত্রী।
একই সঙ্গে মুর্শিদাবাদের সাংসদ এবং জেলা সভাপতি আবু তাহের খান ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকেও মমতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে সূত্রের খবর। দুই নেতাকেই হারের জন্য তৃণমূলনেত্রী তীব্র ভর্ৎসনা করেন বলেও খবর।
advertisement
advertisement
সাগরদিঘির উপনির্বাচনে বিপুল ব্যবধানে হারতে হয়েছে শাসক দলকে। সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে হার পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কাছে বড় ধাক্কা।
সাগরদিঘিতে হারের জন্য এর আগে বাম-কংগ্রেস-বিজেপি-র অনৈতিক জোটকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এ দিনের বৈঠকে দলের নেতাদেরই তীব্র ভর্ৎসনা করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'সাগরদিঘী কেন্দ্রে পার্টির অনেকেই সাবোতাজ করেছেন। আমি জানি এটা কারা করেছেন। আমি এই বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছি। দলটা তো আপনাদেরও।'
advertisement
এর পরেই মুর্শিদাবাদের সাংসদ এবং জেলা সভাপতি আবু তাহের খানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, 'আবু সাগরদিঘীতে আমাদের এই ফল কেন হল?' জঙ্গিপুরের সাংসদ খলিরুল রহমানও দলনেত্রীর রোষের মুখে পড়েন৷ মমতা খলিলুরকে উদ্দেশ্য করে বলেন, 'লজ্জা করে না?'
advertisement
সাগরদিঘিতে হার কী কারণে, ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে৷ তার মধ্যে হারের অন্যতম কারণ হিসেবে সাগরদিঘিতে দলীয় প্রার্থীকে নিয়ে ক্ষোভ, সাধারণ মানুষের মন বুঝতে পারায় নিচু তলার নেতাদের ভুল এবং জেলা নেতৃত্বের সঙ্গে নিচুতলার নেতা-কর্মীদের দূরত্বকে দায়ী করা হয়েছিল৷ সাগরদিঘিতে হারের পরই শাসক দলকে সংখ্যালঘুদের মনোভাব বুঝতে দলের সংখ্যালঘু নেতাদের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সাগরদিঘির হার যে তিনি মোটেই ভাল ভাবে নেননি, তা এ দিন দলের নেতাদের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'লজ্জা করে না?' সাগরদিঘিতে হার নিয়ে মমতার রোষে তৃণমূল সাংসদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement