Mamata Banerjee Anubrata Mondal: অনুব্রত অতীত? বীরভূম দেখবেন খোদ মমতা! বিরাট দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিমও

Last Updated:

Mamata Banerjee Anubrata Mondal: কালীঘাটের বৈঠকের শেষে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ''বীরভূম দিদি নিজে দেখবে। তাপস রায় দক্ষিণ দিনাজপুর। মলয় ঘটক বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান পশ্চিম দেখবে। অরূপ বিশ্বাস নদিয়া, বর্ধমান পূর্ব, দার্জিলিং দেখবে। ফিরহাদ হাকিম দেখবেন হাওড়া ও হুগলি।''

অনুব্রতর দায়িত্ব নিলেন মমতাই
অনুব্রতর দায়িত্ব নিলেন মমতাই
কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্যের শাসকদলের অন্দরে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। তারই মধ্যে বেজায় চাপে শাসক দল। গ্রেফতার হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডলের মতো সাংগঠনিক নেতা। তিনি আবার দলের বীরভূম জেলা সভাপতি। সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে খুব তাড়াতাড়ি তিনি জামিন পাবেন এমন আশাও কম। এই পরিস্থিতিতে বীরভূমের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে জোরকদমে আলোচনা চলছিল। এবার সেই আলোচনা থামিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বীরভূমের দায়িত্ব আর কাউকে না দিয়ে আপাতত নিজের কাঁধেই রাখলেন তিনি।
এদিন কালীঘাটের বৈঠকের শেষে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ''বীরভূম দিদি নিজে দেখবে। তাপস রায় দক্ষিণ দিনাজপুর। মলয় ঘটক বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান পশ্চিম দেখবে। অরূপ বিশ্বাস নদিয়া, বর্ধমান পূর্ব, দার্জিলিং দেখবে। ফিরহাদ হাকিম দেখবেন হাওড়া ও হুগলি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মালদহ, মুর্শিদাবাদ দেখতে বলা হয়েছে।'' সুদীপের সংযোজন, ''পুরনোরা ছিল। নতুনরা আসবে। কিন্তু যারা দুর্দিনে থেকেছে তারা অনুভব করেনি যে তারা গুরুত্ব হারাচ্ছে। দলকে কিছু ক্ষেত্রে তো কখনও সিদ্ধান্ত নিতে হতে পারে।''
advertisement
advertisement
তবে, বীরভূম নিয়ে মমতার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিনের দাপুটে নেতার বিকল্প খুঁজে বের করার কাজটা মোটেই সহজ নয়, তা মানছেন দলীয় নেতৃত্ব। ড্যামেজ কন্ট্রোলে উঠে এসেছে নানা নাম। বস্তুত অনুব্রতর অনুপস্থিতিতে দলের তরফে উঠে এসেছে নানা নাম। যেমন অভিজিৎ সিংহ। তিনি জেলা রাজনীতিতে অনুব্রতর ঘনিষ্ঠ বলেই পরিচিত। দ্বিতীয় নামটি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। অভিজিত সিংহের নামও রয়েছে সিবিআইয়ের তালিকায়। তাঁকেও ডেকেছিল সিবিআই। তাই সবমিলিয়ে অনুব্রতর বিকল্প খুঁজতে গিয়ে দিশেহারা তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
advertisement
এই পরিস্থিতিতে অনুব্রতর পর পরবর্তী জেলা সভাপতি নিয়ে রয়েছে তুমুল জল্পনা। উঠে এসেছে একাধিক নাম। কিন্তু পঞ্চায়েতের আগে আপাতত নিজের কাঁধেই গুরুত্বপূর্ণ বীরভূমের দায়িত্ব রাখছেন তৃণমূল নেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Anubrata Mondal: অনুব্রত অতীত? বীরভূম দেখবেন খোদ মমতা! বিরাট দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিমও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement