কলকাতা: কুন্তল ঘোষের টাকায় অভিনেতা বনি সেনগুপ্তর গাড়ির বর্তমান মালিক সৌভিক মুখোপাধ্যায়। নিউটাউনের একটি বিলাসবহুল উত্তরা তৃতীয়া হাউসিং-এর বাসিন্দা সৌভিক। কাজের জন্য বর্তমানে তিনি কলকাতার বাইরে। নিয়োগ দুর্নীতি মামলায় দুদিন বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানে উঠে আসে, গাড়ি কেনার জন্য বনিকে টাকা দেন কুন্তল।
২০১৭ সালে গাড়ি কেনার জন্য টাকা নেন বনি। বনির দাবি, পারিশ্রমিক বাবদ ওই গাড়ির টাকা নেন তিনি। ডিসেম্বর ২০২১ গাড়িটি বিক্রি করে দেন অভিনেতা। বিজ্ঞাপন দেখে গাড়ি কেনেন নিউটানের বাসিন্দা সৌভিক মুখোপাধ্যায়।
আরও পড়ুন: সোমবার যাচ্ছে মেয়ে, দিল্লিতে বসে শুক্রবারই 'খেলা' ঘোরাতে পারেন অনুব্রত! কী প্ল্যান তৃণমূল নেতার?
বনির ওই গাড়িটি হল ল্য়ান্ডরোভার ডিসকভারি স্পোর্ট। ২০১৮ সালে বনি এই গাড়ি কেনার সময়, তার দাম ছিল ৫৬ লক্ষ টাকা। পরে সৌভিক মুখোপাধ্য়ায় একটি অনলাইন সংস্থার মাধ্য়মে গাড়িটি কেনেন। সৌভিক কর্মসূত্রে বেশিরভাগ সময় মুম্বইয়ে থাকেন। গাড়িটি বর্তমানে সেখানেই রয়েছে।
আরও পড়ুন: কঠিন সময়, চ্যালেঞ্জ অনেক, পঞ্চায়েতের আগে আজ মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে, গাড়ি নিয়ে বিতর্কের মধ্যেই এসেছে বড় খবর। কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত, এমনই খবর মিলছে সূত্র মারফৎ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে যোগসূত্র পাওয়ার পর ইতিমধ্যেই অভিনেতাকে দু' বার জেরা করেছে ইডি৷ যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। এমনকী, তার পরেই বনি সেনগুপ্ত টাকা ফিরিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর৷ গতকাল রাতেই ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bonny Sengupta, Primary scam, SSC Scam