Mamata Banerjee House: ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে মমতার বাড়িতে ঢুকতে গেল কে? ২১ জুলাই সকালেই তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Mamata Banerjee House: গত বছর এই জুলাই মাসেই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে লুকিয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি।
কলকাতা: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভুয়ো পরিচয় নিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ভুয়ো পুলিশ সন্দেহে আটক এক। একটি প্রাইভেট গাড়িকে হরিশ চট্টোপাধ্যায়ের মুখে আটকায় পুলিশ, নিজেকে পুলিশকর্মী দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি ওই যুবক। তাঁকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সমস্ত দিক খতিয়ে দেখা চলছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের থেকে একটি ভুয়ো পরিচয়পত্র পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, গত বছর এই জুলাই মাসেই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে লুকিয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা তুলে দিয়েছিলেন কালীঘাট থানার পুলিশের হাতে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় অভিযুক্ত হাফিজুল মোল্লাকে দোষী সাব্যস্তও করে আদালত।
advertisement
advertisement
২০২২ সালের জুলাই মাসে রাতের অন্ধকারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়েছিল সে। মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স হলের পিছনের দিকে রাতভর ঘাপটি মেরে লুকিয়ে ছিল হাফিজুল। হাতে ছিল একটি রড জাতীয় বস্তু। পরে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয় এড়িয়ে ঢুকে পড়া সেই হাফিজুলকে এবার দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় (আক্রমণের প্রস্তুতি নিয়ে অন্যায়ভাবে রাতের বেলা বাড়িতে ঢুকে পড়া) দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। আদালত হাফিজুলের ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
advertisement
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে হাফিজুল ঢুকে পড়ার পর থেকে আরও তৎপরতা বাড়িয়েছিল পুলিশ। ওই ঘটনার পরে কালীঘাট চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল পুলিশের তরফে। কিন্তু এরই মধ্যে তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ২১ জুলাই ফের ভুয়ো পরিচয় দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করল এক যুবক। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 10:55 AM IST