Saayoni Ghosh: শুক্রের পূর্বাভাস বৃহস্পতিতেই দিলেন সায়নী ঘোষ, ২১ জুলাই অপেক্ষায় বড় কোনও চমক?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Saayoni Ghosh: একুশের সমাবেশ থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের টার্গেট? অন্তত রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন। তাঁকে ইতিমধ্যেই একবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দ্বিতীয় তলবে তিনি অবশ্য সাড়া দেননি। পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত বলে সেই তলব এড়িয়েছিলেন সায়নী। এখন ভোট মিটেছে, তৃণমূল বিপুলভাবে জিতেছে।
এরই মধ্যে শুক্রবারের ২১ জুলাইয়ের প্রস্তুতি দেখতে ধর্মতলা পৌঁছে যান সায়নী। ইডি তলবের অস্বস্তির মাঝেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বৃহস্পতিবার দেখা গিয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরও দলের শীর্ষ নেতৃত্বের এত কাছে থাকা সায়নীকে নিয়ে আরও বেশি চর্চা হয়েছে নানা মহলে।
advertisement
advertisement
একুশের সমাবেশ থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের টার্গেট? অন্তত রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে। আজকের একুশে সমাবেশ থেকে ২০২৪-এর লোকসভায় তৃণমূলের টার্গেট বেঁধে দিতে পারেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৃহস্পতিবার ২১ জুলাইয়ের তৎপরতা ছিল তুঙ্গে।
advertisement
সেই সূত্রেই বিকেলে ধর্মতলার মঞ্চের পাশে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক শীর্ষ নেতা। ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। এঁদের পাশেই দেখা যায় নিয়োগ কাণ্ডে নাম জড়ানো অভিনেত্রী তথা দলীয় নেত্রী সায়নী ঘোষকে। তাহলে কি ২১-এর মঞ্চ থেকে সায়নীর পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উত্তর মিলবে খুব শীঘ্রই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 10:12 AM IST