Nandigram: মমতার কড়া নির্দেশ, নন্দীগ্রামে গ্রেফতার এক ভিলেজ পুলিশ! কী করেছেন তিনি?

Last Updated:

Nandigram: গত ১৪ তারিখ নন্দীগ্রামে কুণাল ঘোষ ঘরছাড়াদের বাড়িতে যান এবং তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

মমতার নির্দেশের পরই গ্রেফতার
মমতার নির্দেশের পরই গ্রেফতার
নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নন্দীগ্রামের ভেকুটিয়া থেকে গ্রেফতার পেশায় ভিলেজ পুলিশ সঞ্জয় ওরফে রাজীব গুড়িয়াকে আজ হলদিয়া আদালতে তোলা হবে। সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। তাদের তিনজনকেই নন্দীগ্রাম থেকে হলদিয়া আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ! এদিকে গ্রেফতার নিয়ে তৃণমুল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে!
গতকাল নন্দীগ্রামের আহতদের দেখতে SSKM হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নন্দীগ্রামের আহত তৃণমূল কর্মীরা বিভিন্ন অভিযোগ জানান। এলাকায় রাজু গুড়িয়া নামে এক বিজেপি কর্মী সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। এই ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ মূল অভিযুক্তর ভাই পেশায় ভিলেজ পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করেছে। সেই সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ।
advertisement
advertisement
গত ১৪ তারিখ নন্দীগ্রামে কুণাল ঘোষ ঘরছাড়াদের বাড়িতে যান এবং তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সেদিন তিনি বলেছিলেন, নন্দীগ্রাম থানাতে বিজেপির চামচা আছে সিধে করে দিতে হবে। এছাড়াও তিনি বলেছিলেন, কোন দুষ্কৃতীকে ধরতে যাওয়ার আগে তার কাছে খবর চলে যাচ্ছে।
advertisement
আজ অভিযুক্তদের গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। অভিযুক্তদের হলদিয়া আদালতে তোলা হবে। মূল অভিযুক্ত রাজু পলাতক। গ্রেফতার তাঁর ভাই সঞ্জয় ওরফে রাজীব। সঙ্গে গ্রেফতার আরও দুজন! ধৃত তিনজনকে আজ হলদিয়া আদালতে তোলা হবে!
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nandigram: মমতার কড়া নির্দেশ, নন্দীগ্রামে গ্রেফতার এক ভিলেজ পুলিশ! কী করেছেন তিনি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement