TMC 21 July: তৃণমূলের ২১ জুলাই, বিপাকে ২০ পরিযায়ী শ্রমিক! ঘটনা জানলে আকাশ থেকে পড়বেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC 21 July: রায়গঞ্জ থেকে বিজওয়াড়া যাওয়ার জন্য ৪১০ টাকা দিয়ে অসংরক্ষিত টিকিট কাটলেও ট্রেনে তারা উঠতে পারেননি। এর ফলে ক্ষতির মুখে পড়তে হয় ওই পরিযায়ী শ্রমিকদের।
কলকাতা: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে ট্রেন ভর্তি তৃণমূল কর্মীরা। যার ফলে ট্রেনের টিকিট কেটেও ট্রেনে না যেতে পারায় ক্ষতির পাশাপাশি বিপাকে পড়লেন ২০ জন পরিযায়ী শ্রমিক।
তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে ট্রেনে ঠাসাঠাসি যাত্রী। আর তার জেরে টিকিট কেটেও ট্রেনে যেতে পারলেন না একদল পরিযায়ী শ্রমিক। বিজয়ওয়াড়ায় কাজের উদ্দেশ্যে ২০ জন পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার রাতে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেন ধরতে এলে বিপাকে পড়েন তাঁরা।
advertisement
advertisement
রায়গঞ্জ থেকে বিজওয়াড়া যাওয়ার জন্য ৪১০ টাকা দিয়ে অসংরক্ষিত টিকিট কাটলেও ট্রেনে তারা উঠতে পারেননি। এর ফলে ক্ষতির মুখে পড়তে হয় ওই পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকরা বলেন, তাঁরা রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে যেতে চাইছিলেন। কিন্তু ট্রেনে এতটাই ভিড় ছিল, যে তাঁরা ট্রেনে উঠতেই পারেননি। তাঁরা জানতেন না কলকাতায় মমতার বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। আর এই সভাকে কেন্দ্র করে এত লোক কলকাতা যাচ্ছেন, তাও তাদের জানা ছিল না। তার ফলে সমস্যায় পড়তে হয় তাদের।
advertisement
আজকের মমতার সভায় যোগ দিতে গতকালই রায়গঞ্জ থেকে প্রচুর পরিমান লোক কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনে তিল ধারনের জায়গাটুকু ছিল না। এমনকি ট্রেনে উঠতেই শুরু হয় ধাক্কাধাক্কি হাতাহাতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 9:26 AM IST