TMC 21 July: তৃণমূলের ২১ জুলাই, বিপাকে ২০ পরিযায়ী শ্রমিক! ঘটনা জানলে আকাশ থেকে পড়বেন

Last Updated:

TMC 21 July: রায়গঞ্জ থেকে বিজওয়াড়া যাওয়ার জন্য ৪১০ টাকা দিয়ে অসংরক্ষিত টিকিট কাটলেও ট্রেনে তারা উঠতে পারেননি। এর ফলে ক্ষতির মুখে পড়তে হয় ওই পরিযায়ী শ্রমিকদের।

২১ জুলাইয়ের ভিড় জমছে!
২১ জুলাইয়ের ভিড় জমছে!
কলকাতা: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে ট্রেন ভর্তি তৃণমূল কর্মীরা। যার ফলে ট্রেনের টিকিট কেটেও ট্রেনে না যেতে পারায় ক্ষতির পাশাপাশি বিপাকে পড়লেন ২০ জন পরিযায়ী শ্রমিক।
তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে ট্রেনে ঠাসাঠাসি যাত্রী। আর তার জেরে টিকিট কেটেও ট্রেনে যেতে পারলেন না একদল পরিযায়ী শ্রমিক। বিজয়ওয়াড়ায় কাজের উদ্দেশ্যে ২০ জন পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার রাতে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেন ধরতে এলে বিপাকে পড়েন তাঁরা।
advertisement
advertisement
রায়গঞ্জ থেকে বিজওয়াড়া যাওয়ার জন্য ৪১০ টাকা দিয়ে অসংরক্ষিত টিকিট কাটলেও ট্রেনে তারা উঠতে পারেননি। এর ফলে ক্ষতির মুখে পড়তে হয় ওই পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকরা বলেন, তাঁরা রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে যেতে চাইছিলেন। কিন্তু ট্রেনে এতটাই ভিড় ছিল, যে তাঁরা ট্রেনে উঠতেই পারেননি। তাঁরা জানতেন না কলকাতায় মমতার বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। আর এই সভাকে কেন্দ্র করে এত লোক কলকাতা যাচ্ছেন, তাও তাদের জানা ছিল না। তার ফলে সমস্যায় পড়তে হয় তাদের।
advertisement
আজকের মমতার সভায় যোগ দিতে গতকালই রায়গঞ্জ থেকে প্রচুর পরিমান লোক কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনে তিল ধারনের জায়গাটুকু ছিল না। এমনকি ট্রেনে উঠতেই শুরু হয় ধাক্কাধাক্কি হাতাহাতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC 21 July: তৃণমূলের ২১ জুলাই, বিপাকে ২০ পরিযায়ী শ্রমিক! ঘটনা জানলে আকাশ থেকে পড়বেন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement