Mamata Banerjee Slams Budget 2022: বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা

Last Updated:

নিজের ট্যুইটে কেন্দ্রীয় বাজেটকে 'পেগাসাস স্পিন' বাজেট বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী (Budget 2022)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: কেন্দ্রীয় বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য৷ এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Budget 2022:)৷ কেন্দ্রীয় বাজেট নিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এই বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য৷ এমনিতেই সাধারণ মানুষ বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিতে চাপা পড়ে আছে৷ সরকার খালি বড় বড় কথা বলছে, অথচ বাজেটে কোনও কিছুকেই গুরুত্ব দেওয়া হয়নি৷' নিজের ট্যুইটে কেন্দ্রীয় বাজেটকে 'পেগাসাস স্পিন' বাজেট বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এবারের বাজেটে ব্যক্তিগত আয়করেও কোনও পরিবর্তন আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ ফলে বাজেট দেখে হতাশ সাধারণ মানুষের একটা বড় অংশ৷
বাজেটকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনও৷ ট্যুইটাে তিনি লেখেন, 'এই সরকারের সবথেকে বড় বন্ধু হিরে৷ আর বাকি যাঁরা পড়ে থাকেন, সেই কৃষক, মধ্যবিত্ত, বেকার, দৈনিক উপার্জনকারীদের জন্য এই প্রধানমন্ত্রী কিছু ভাবার প্রয়োজন বোধ করেন না৷'
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অবশ্য দাবি, এবারের বাজেট আগামী ২৫ বছরের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে৷ নীতিন গড়কড়ির মতো কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, প্রধানমন্ত্রীর স্বপ্নের আত্মনির্ভর ভারত প্রকল্পের সফল বাস্তবায়নে সাহায্য করবে এই বাজেট৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Slams Budget 2022: বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement