Income Tax Slabs 2022-23: করদাতাদের আশায় জল, ব্যক্তিগত আয়করে কোনও বদল আনলেন না সীতারমণ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করযোগ্য আয়ের ঊর্ধ্বসীমা আরও কিছুটা বাড়ানো হবে বলে আশা ছিল অর্থনীতিবিদদের একাংশেরও (Budget 2022 Income Tax slab)৷
#দিল্লি: আশায় ছিলেন মধ্যবিত্তরা৷ কিন্তু বাজেটে এবারেও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল আনলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Income Tax Slabs 2022-23)৷ গত বছরও বাজেটে একই পথে হেঁটেছিলেন তিনি৷ অর্থমন্ত্রী অবশ্য দাবি করেছেন, কর ব্যবস্থার সরলীকরণের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার৷ তবে সীতারমণের বাজেটে কিছুটা হতাশই হলেন করদাতারা (Budget Speech 2022)৷
কারণ করযোগ্য আয়ের ঊর্ধ্বসীমা আরও কিছুটা বাড়ানো হবে বলে আশা ছিল অর্থনীতিবিদদের একাংশেরও৷ তাঁরা মনে করছেন, কর ব্যবস্থায় পরিকাঠামো না আনায় বাজারে চাহিদাও সেভাবে বাড়বে না৷ ফলে, অর্থনীতি চাঙ্গা হওয়ার ক্ষেত্রেও নির্মলা সীতারমণের এই বাজেট বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ৷ কারণ কর কাঠামো অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও বাড়ল না বলেই মত অর্থনীতিবিদদের৷
advertisement
advertisement
সাধারণ করদাতাদের কোনও সুখবর না দিলেও কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন নির্মলা সীতারমণ৷ তিনি জানিয়েছেন, কর্পোরেট ট্যাক্সের হার কমিয়ে ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে৷
আবার করদাতা এবং অর্থনীতিবিদদের একাংশের আশা ছিল, হয়তো ধনকুবের বা বিত্তশালীদের উপরে অতিরিক্ত কর চাপিয়ে সাধারণ মধ্যবিত্তদের উপর থেকে করের বোঝা কিছুটা কমাবেন নির্মলা সীতারমণ৷ কিন্তু সেরকম কোনও ঘোষণাও করেননি অর্থমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 12:50 PM IST