Union Budget 2020: ২০২২-২৩-এর মধ্যে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে, ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা: অর্থমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
5G Mobile Services Rollout Within 2022-23: ২০২২-২৩ এর মধ্যে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে দেশে। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা কেন্দ্রের।
নয়াদিল্লি: ২০২২-২৩ এর মধ্যে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে দেশে। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা কেন্দ্রের (5G Mobile Services Rollout Within 2022-23) ৷ মঙ্গলবার সংসদে বাজেট পেশ করার সময় এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Union Budget 2020) ৷
তিনি বলেন, ২০২২-২৩-এ ৫জি পরিষেবা শুরু করা হবে। এবং গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো গড়ে তোলা হবে। টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে। বেসরকারি শিল্পক্ষেত্রগুলিকেও আহ্বান করা হবে।
advertisement
আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালের মধ্যে গ্রামের প্রত্যন্ত এলাকায় অপটিক্যাল ফাইবার বসানোর চিন্তাভাবনা কেন্দ্রের। ডিজিটাল পদ্ধতিকে আরও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একদিকে যেমন ডিজিটাল মুদ্রার কথা বলেছেন, অন্যদিকে গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবার কথাও উল্লেখ করেছেন।
advertisement
দেশে অর্থনীতির মন্দগতি, কর্মসংস্থানের সঙ্কট, আর্থিক বৈষম্য বৃদ্ধির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এদিন আগামী বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, “বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট।” এ বারের বাজেটে পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা, পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
advertisement
এর পাশাপাশি নতুন দিনের দাবি মেনে দেশে তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়ানোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হবে। এমনটাই এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
আগামী তিন বছরে ভারতে চারশো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Trains) চালু হবে৷ বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Budget 2022)৷ ২০১৯ সালে প্রথম পরিষেবা দেওয়া শুরু করেছিল এই হাইস্পিড ট্রেন৷ যা ট্রেন ১৮ নামেও পরিচিত৷
advertisement
এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করা হয়েছিল৷ এবারে সেই লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হল৷ বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি ট্রেন৷ এই মুহূর্তে বারাণসী দিল্লি এবং দিল্লি ও জম্মুর কাটরা পর্যন্ত দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসের যে প্রস্তাবিত রুটগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া- রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 12:35 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2020: ২০২২-২৩-এর মধ্যে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে, ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা: অর্থমন্ত্রী