Budget 2022: অর্থনীতিকে দিশা দেখাবে গতিশক্তি, বাজেটের শুরুতেই নয়া প্রকল্পের ঘোষণা নির্মলার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, নতুন এই গতিশক্তি প্রকল্পে রেল, সড়কের মতো সাতটি ক্ষেত্রের পরিকাঠামো উন্নত করার উপরে জোর দেওয়া হবে (Budget 2022 Speech)৷
#দিল্লি: স্বাধীনতার ৭৫ তম বছরে যে বাজেট (Budget 2022) পেশ হচ্ছে, তা আগামী পঁচিশ বছরের দিশা দেখাবে৷ যার রূপরেখা তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এ দিন বাজেট পেশ করতে গিয়ে এমনই দাবি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)৷ আর এই লক্ষ্যপূরণে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের ( PM Gatishakti Scheme) উপরে বিশেষ জোর দেবে কেন্দ্রীয় সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, নতুন এই গতিশক্তি প্রকল্পে রেল, সড়কের মতো সাতটি ক্ষেত্রের পরিকাঠামো উন্নত করার উপরে জোর দেওয়া হবে৷ এই প্রকল্পের অধীনেই আগামী অর্থবর্ষে ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ এর জন্য বাজেটে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন নির্মলা সীতারমণ৷
অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে চারটি স্তম্ভের উপরে মূলত জোর দেওয়া হবে৷ তার মধ্যে রয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় উদ্যোগ, বিনিয়োগ এবং প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প৷
advertisement
অর্থমন্ত্রী দাবি করেছেন, আত্মনির্ভর ভারত প্রকল্পে দারুণ সাড়া মিলেছে৷ আগামী পাঁচ বছরে আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে বিভিন্ন ক্ষেত্রে ৬০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন অর্থমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 11:43 AM IST