Madan Mitra: মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম

Last Updated:

Madan Mitra Music Video: মদন মিত্রের নয়া অ্যালবাম ঘিরে চর্চা নেটপাড়ায়। 

মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম
মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম
আবীর ঘোষাল, কলকাতা: ‘কালারফুল ছেলে...’ মদন মিত্র (Madan Mitra)। খোদ দলনেত্রীর থেকেই এই উপমা পেয়েছেন কামারহাটির বিধায়ক। ওহ লাভলি থেকে এমএম, মদন মিত্রের গানের চর্চা নেটপাড়ায়। এরই মধ্যে ফের মদন মিত্রকে নিয়ে নেটপাড়ায় চর্চায় এল নতুন মিউজিক ভিডিও। ‘‘না না না রে নারে নারে না/মদন দাদার নেই যে তুলনা।’’ এটাই হল শিল্পী চয়নিকার গানের বিষয়। আর এই গানেই এবার অভিনয় করতে দেখা যাবে মদন মিত্রকে (Madan Mitra Music Video)
মিউজিক ভিডিওতে মাঝে মধ্যেই তিনি কোমর দুলিয়েছেন। মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে, কী ভাবে হাজারো ব্যস্ততার মধ্যে মদন মিত্র ছোটাছুটি করে সকলের পাশে দাঁড়ান, নিজের কর্তব্যে একবিন্দুও গাফিলতি নেই – সেসবই গানের মুখ্য বিষয়। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে, দাঙ্গা পরিস্থিতিতে ছুটে এসে তা নিমেষে রুখে দেন কামারহাটির বিধায়ক। তরুণ প্রজন্মকে নেশার পথে পা বাড়ানো থেকে বাঁচিয়ে হাতে তুলে দিচ্ছেন কলম, উৎসবমুখর বাংলাকে একত্রিত করতে কীভাবে সম্প্রীতির পরিবেশ বজায় রাখেন। অসুস্থ রোগীর জন্য ব্যবস্থা করে দিচ্ছেন হুইল চেয়ার। এর সব কিছুই রয়েছে চয়নিকার গানে। যা অভিনয় করেছেন খোদ মদন মিত্র।
advertisement
advertisement
প্রায় ২ মিনিটের এই মিউজিক ভিডিওটিতে মদন মিত্রকে দেখা যাবে নানা রুপে। কখনও কালো টি-সার্ট, কখনও ধুতি-পাঞ্জাবিতে একেবারে জমিয়ে দিয়েছেন তিনি। সাথে রয়েছে এমএমের সিগনেচার সানগ্লাস। কয়েকটি ফ্রেমে দেখা গেছে তার আদরের নাতিকেও। মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন সত্যিই তাঁর কোনও তুলনা নেই। সংক্ষিপ্ত মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বাধীন সরকারের নানান কর্মকাণ্ডও।মদন মিত্রের বায়োপিক আসতে চলেছে। টলিপাড়াও তা নিয়েও চলছে জোর গুঞ্জন। এরই মধ্যে চয়নিকার মদন মিত্রকে নিয়ে মিউজিক ভিডিও অ্যালবাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করেছে। মদন মিত্র নিজেই অবশ্য তার পেজে শেয়ার করেছেন এই মিউজিক ভিডিও। নিজেই যা উল্লেখ করেছেন ওহ লাভলি বলে৷ মাঝে সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা উল্লেখ করলেও, তিনি সেখানে বিপুল জনপ্রিয় এখনও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে এবার আরও একটি মিউজিক ভিডিও অ্যালবাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement