Home /News /kolkata /
চাহিদা মেটাতে না পারায় শারীরিক সম্পর্কের ভিডিও ফাঁসের হুমকি প্রেমিকার, আত্মঘাতী প্রেমিক

চাহিদা মেটাতে না পারায় শারীরিক সম্পর্কের ভিডিও ফাঁসের হুমকি প্রেমিকার, আত্মঘাতী প্রেমিক

মৃত সৌরভ ঘোষ

মৃত সৌরভ ঘোষ

 • Share this:

  #কলকাতা: প্রেমিকার নিত্যনতুন চাহিদা। আর তা মেটাতে না পারলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনার হুমকি। ব্ল্যাকমেল করে প্রেমিকের কাছ থেকে একাধিকবার টাকা আদায়ের অভিযোগ। টাকা দিতে না চাইলে পুলিশে ধর্ষণের অভিযোগ দায়েরের হুমকি ৷ মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী সোনারপুরের যুবক। ঘটনায় প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

  ভালবাসার সম্পর্কের মর্মান্তিক পরিণতি। ক্রমাগত প্রেমিকার ব্ল্যাকমেলের অভিযোগ। ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে মানসিকভাবে বিধ্বস্ত সৌরভ ঘোষ নিজের জীবনই শেষ করে দিলেন। বছর খানেক আগে সোনারপুরের দোলতলার বাসিন্দা বছর একুশের সৌরভের সঙ্গে এক যুবতীর পরিচয় হয় ৷ বুড়ি বটতলার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে তাঁর ৷ দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও হয় ৷

  এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল। এরপর হঠা‍ৎই ছন্দপতন। বিভিন্ন সময়ে চাপ দিয়ে প্রেমিকের কাছ থেকে টাকা আদায় করতেন ওই যুবতী। কিন্তু, কলেজ স্ট্রিটে একটি বইয়ের দোকানে কাজ করে প্রেমিকার দাবি মেটানো আর সম্ভব হচ্ছিল না। অভিযোগ, সেইসময় ফের শারীরিক সম্পর্কের ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেওয়া শুরু করেন ওই যুবতী ৷ টাকা না দিলে থানায় ধর্ষণের অভিযোগ দায়েরের ভয়ও দেখানো হত ৷ এমনকী সৌরভের নামে নানা অপবাদ রটানো হবে বলে ব্ল্যাকমেল করতেন প্রেমিকা ৷ সৌরভের বাড়িতে এসে তাঁকে মারধরও করা হয় ৷

  আরও পড়ুন 

  শীঘ্রই স্মার্ট হচ্ছে শহরের পরিবহণ, এক কার্ডেই মেটানো যাবে বাস-মেট্রো থেকে ফেরির ভাড়া

  সম্পর্কের টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সৌরভ। ১৯ জুলাই কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন তিনি। দুপুরে বাড়ির লোকজন খবর পান, উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন সৌরভ ৷ আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয় ৷

  আরও পড়ুন 

  ‘সু্প্রিম কোর্টের নির্দেশে ফের পঞ্চায়েত ভোট হলে কুরুক্ষেত্র হবে’: দিলীপ

  এরপরই বাড়ির লোকজন তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ৷ সেখানেই গত ২১ তারিখ মারা যান সৌরভ ৷ আত্মহত্যার করার আগে নিজের মোবাইলে সৌরভ বলে যান নিজের মানসিক অবস্থার কথা। সৌরভের পরিবারও ওই যুবতী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সোনারপুর থানায় ওই যুবতী ও তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে। তবে সৌরভের পরিবারের অভিযোগ, পুলিশ তদন্তে ঢিলেমি দেখাচ্ছে।

  First published:

  Tags: Blackmail, Lovers suicide, Sonarpur, Suicide

  পরবর্তী খবর