শীঘ্রই স্মার্ট হচ্ছে শহরের পরিবহণ, এক কার্ডেই মেটানো যাবে বাস-মেট্রো থেকে ফেরির ভাড়া

Last Updated:
#কলকাতা: পুজোর আগেই আরও স্মার্ট হচ্ছে কলকাতার পরিবহণ ব্যবস্থা। এক কার্ডেই বাস, মেট্রো, ট্রাম, ফেরিতে যাতায়াতের সুবিধা। রাজ্যের উদ্যোগে সায় মেট্রো রেলের। পরিবহণ দফতরের এই উদ্যোগে খুশি যাত্রীরাও।
বিশ্বের একধিক প্রথম সারির শহরে এক কার্ডে পরিবহণের বিভিন্ন মাধ্যমে যাতায়াতের সুবিধা পান যাত্রীরা। জাপানে এই কার্ডের নাম পাসমো। প্যারিসে এই কার্ডের নাম নেভিগো। নিউইয়র্ক শহরে বাসিন্দারা ব্যবহার করেন সিটি লিঙ্ক। লন্ডনে স্মার্ট কার্ডের নাম অয়েস্টার।
এই ধাঁচেই কলকাতার জন্য স্মার্ট কার্ড তৈরি করতে পরিবহণ দফতরকে প্রস্তাব দিয়েছিল বিশ্বব্যাঙ্ক। সেই প্রস্তাব নিয়ে একাধিক বৈঠকও করেন পরিবহণ কর্তারা। আলাদা করে কথা বলা হয়েছিল বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে। তারপরেই সরকারি বাসে চালু হয় স্মার্টকার্ড। এবার একটা কার্ডেই কলকাতার পরিবহণ ব্যবস্থাকে এক ছাতার তলায় আনতে চায় রাজ্য। সেইমতো মেট্রোর যাত্রীদের এই কার্ডের আওতায় আনতে উদ্যোগী পরিবহণ দফতর। তাদের প্রস্তাবে সায় আছে মেট্রো রেলের।
advertisement
advertisement
আরও পড়ুন 
‘সু্প্রিম কোর্টের নির্দেশে ফের পঞ্চায়েত ভোট হলে কুরুক্ষেত্র হবে’: দিলীপ
দুটি সরকারি ও দুটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। কথা চূড়ান্ত হলে এই ব্যাঙ্কগুলিতে অনলাইনে কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। এছাড়া সরকারি ডিপো থেকে কার্ড রিচার্জের ব্যবস্থা থাকবে। পরিবহণ দফতরের দাবি, কলকাতার দুটি ফেরি ঘাটে স্মার্ট বসানো হবে। পুজোর আগেই এই ব্যবস্থা চালু করতে উদ্যোগী রাজ্য। চুক্তির পরেই নতুন কার্ডের জন্য তাদের গেটের সংস্কার করবে মেট্রো রেল।
advertisement
আরও পড়ুন 
বাংলা খবর/ খবর/কলকাতা/
শীঘ্রই স্মার্ট হচ্ছে শহরের পরিবহণ, এক কার্ডেই মেটানো যাবে বাস-মেট্রো থেকে ফেরির ভাড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement