Lakshmi Puja Market : বৃষ্টির তাণ্ডবে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজারে লক্ষ্মীলাভের আশা এখনও দূর অস্ত্ বিক্রেতাদের

Last Updated:

Lakshmi Puja : লক্ষ্মীপুজোর (Lakshmi Puja 2021) আগের দিন সকাল থেকে যেভাবে লক্ষ্মী ঠাকুর কেনা এবং ফলফুলারির বাজার করা শুরু হয় , সেই দৃশ্য এ বার চোখে পড়ল না

কলকাতা : রাতভর বৃষ্টি । সেই বৃষ্টিতে সোমবার সকাল থেকে রাস্তায় মানুষ নেই বললেই চলে । লক্ষ্মীপুজোর (Lakshmi Puja 2021) আগের দিন সকাল থেকে যেভাবে লক্ষ্মী ঠাকুর কেনা এবং ফলফুলারির বাজার করা শুরু হয় , সেই দৃশ্য এ বার চোখে পড়ল না। সোমবার সকাল থেকে ভবানীপুর যদুবাবুর বাজার থেকে আরম্ভ করে লেক মার্কেট,গড়িয়া, যাদবপুর সমস্ত বাজার ঘুরে দেখা গেল - বেলা বারোটা পর্যন্ত প্রায় সব বাজার ফাঁকা। ব্যবসায়ীদের ধারণা ছিল, বিকেলবেলা যদি দুই থেকে তিন ঘণ্টার জন্যও বৃষ্টি (Rain) কমে, তা হলে বাজারের বিক্রিবাটা কিছুটা হলেও উঠতে পারে। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে অঝোরে ঝরে গেল লাগাতার বৃষ্টি।
ছোট লক্ষ্মীপ্রতিমা (Goddess Lakshmi Idol) যারা কিনে নিয়ে গিয়ে বাড়িতে পুজো করেন, তাঁদের বক্তব্য প্রতিমার গায়ে এক ফোঁটা জল পড়লে রং নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঝুঁকি নিচ্ছেন না প্রতিমা কেনার। এক প্রতিমা বিক্রেতার দাবি, গণেশপুজোতে যত গণেশমূর্তি এনেছিলেন, তার অর্ধেকও বিক্রি করতে পারেননি। তিনি গতবছর আড়াইশো লক্ষ্মী প্রতিমা এনেছিলেন ।এ বার একশো মূর্তি এনেছেন। সোমবার বেলা পাঁচটা পর্যন্ত মাত্র দুটি ঠাকুর বিক্রি করেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : 'অপয়া' বৃষ্টিতে বিপর্যস্ত লক্ষ্মীপুজোর বাজার, মাথায় হাত ফল-সবজি-ঠাকুর বিক্রেতাদের
ফলের দোকানগুলো একেবারে ফাঁকা বলা চলে। অন্যান্যবার দেখা যেত, লক্ষ্মীপুজোর বাজারফেরত ক্রেতা বলতেন, ফলের বাজারে আগুন! এ বার বিক্রেতারা বসে কার্যত মাছি তাড়াচ্ছেন।  পর পর দু'বছর করোনা আবহে আর্থিক মন্দার কারণে পুজোতে সবাই রাশ টেনেছেন বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন :  কোজাগরী লক্ষ্মীপুজোয় নারকেলের মিষ্টি থাকেই! কীভাবে বাড়িতে চন্দ্রপুলি বানাবেন রেসিপি দেখুন
তার উপর, বৃষ্টির প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ রাস্তায় পা-ও রাখছেন কম। তবুও ব্যবসায়ীরা আশায় রয়েছেন বৃষ্টি বন্ধ হলেই তাঁদের বিক্রি বাড়বে।  জয়নগর থেকে তালফোঁপড়া, ঘটে রাখার ছোট ডাব এবং ধানের শীষ নিয়ে এসেছেন পার্বতী হালদার। ভোরবেলায় উঠে ট্রেনে করে এসে বসে রয়েছেন বাজারে। ধানের শীষ গুলো সুন্দর বিনুনি করে বাঁধা। তাঁর আক্ষেপ, বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর পশরার কিছুই বিক্রি হয়নি। সবমিলিয়ে, লক্ষ্মীপুজোর বাজারে বিক্রেতাদের লক্ষ্মীলাভের আশা এখনও দূর অস্ত্ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lakshmi Puja Market : বৃষ্টির তাণ্ডবে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজারে লক্ষ্মীলাভের আশা এখনও দূর অস্ত্ বিক্রেতাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement