Lakshmi Puja Market : বৃষ্টির তাণ্ডবে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজারে লক্ষ্মীলাভের আশা এখনও দূর অস্ত্ বিক্রেতাদের

Last Updated:

Lakshmi Puja : লক্ষ্মীপুজোর (Lakshmi Puja 2021) আগের দিন সকাল থেকে যেভাবে লক্ষ্মী ঠাকুর কেনা এবং ফলফুলারির বাজার করা শুরু হয় , সেই দৃশ্য এ বার চোখে পড়ল না

কলকাতা : রাতভর বৃষ্টি । সেই বৃষ্টিতে সোমবার সকাল থেকে রাস্তায় মানুষ নেই বললেই চলে । লক্ষ্মীপুজোর (Lakshmi Puja 2021) আগের দিন সকাল থেকে যেভাবে লক্ষ্মী ঠাকুর কেনা এবং ফলফুলারির বাজার করা শুরু হয় , সেই দৃশ্য এ বার চোখে পড়ল না। সোমবার সকাল থেকে ভবানীপুর যদুবাবুর বাজার থেকে আরম্ভ করে লেক মার্কেট,গড়িয়া, যাদবপুর সমস্ত বাজার ঘুরে দেখা গেল - বেলা বারোটা পর্যন্ত প্রায় সব বাজার ফাঁকা। ব্যবসায়ীদের ধারণা ছিল, বিকেলবেলা যদি দুই থেকে তিন ঘণ্টার জন্যও বৃষ্টি (Rain) কমে, তা হলে বাজারের বিক্রিবাটা কিছুটা হলেও উঠতে পারে। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে অঝোরে ঝরে গেল লাগাতার বৃষ্টি।
ছোট লক্ষ্মীপ্রতিমা (Goddess Lakshmi Idol) যারা কিনে নিয়ে গিয়ে বাড়িতে পুজো করেন, তাঁদের বক্তব্য প্রতিমার গায়ে এক ফোঁটা জল পড়লে রং নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঝুঁকি নিচ্ছেন না প্রতিমা কেনার। এক প্রতিমা বিক্রেতার দাবি, গণেশপুজোতে যত গণেশমূর্তি এনেছিলেন, তার অর্ধেকও বিক্রি করতে পারেননি। তিনি গতবছর আড়াইশো লক্ষ্মী প্রতিমা এনেছিলেন ।এ বার একশো মূর্তি এনেছেন। সোমবার বেলা পাঁচটা পর্যন্ত মাত্র দুটি ঠাকুর বিক্রি করেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : 'অপয়া' বৃষ্টিতে বিপর্যস্ত লক্ষ্মীপুজোর বাজার, মাথায় হাত ফল-সবজি-ঠাকুর বিক্রেতাদের
ফলের দোকানগুলো একেবারে ফাঁকা বলা চলে। অন্যান্যবার দেখা যেত, লক্ষ্মীপুজোর বাজারফেরত ক্রেতা বলতেন, ফলের বাজারে আগুন! এ বার বিক্রেতারা বসে কার্যত মাছি তাড়াচ্ছেন।  পর পর দু'বছর করোনা আবহে আর্থিক মন্দার কারণে পুজোতে সবাই রাশ টেনেছেন বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন :  কোজাগরী লক্ষ্মীপুজোয় নারকেলের মিষ্টি থাকেই! কীভাবে বাড়িতে চন্দ্রপুলি বানাবেন রেসিপি দেখুন
তার উপর, বৃষ্টির প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ রাস্তায় পা-ও রাখছেন কম। তবুও ব্যবসায়ীরা আশায় রয়েছেন বৃষ্টি বন্ধ হলেই তাঁদের বিক্রি বাড়বে।  জয়নগর থেকে তালফোঁপড়া, ঘটে রাখার ছোট ডাব এবং ধানের শীষ নিয়ে এসেছেন পার্বতী হালদার। ভোরবেলায় উঠে ট্রেনে করে এসে বসে রয়েছেন বাজারে। ধানের শীষ গুলো সুন্দর বিনুনি করে বাঁধা। তাঁর আক্ষেপ, বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর পশরার কিছুই বিক্রি হয়নি। সবমিলিয়ে, লক্ষ্মীপুজোর বাজারে বিক্রেতাদের লক্ষ্মীলাভের আশা এখনও দূর অস্ত্ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lakshmi Puja Market : বৃষ্টির তাণ্ডবে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজারে লক্ষ্মীলাভের আশা এখনও দূর অস্ত্ বিক্রেতাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement