Lakshmi puja 2021| Rain alert| 'অপয়া' বৃষ্টিতে বিপর্যস্ত লক্ষ্মীপুজোর বাজার, মাথায় হাত ফল-সবজি-ঠাকুর বিক্রেতাদের

Last Updated:

Lakshmi puja 2021| Rain alert| বিকেলে যদি ২ থেকে ৩ ঘন্টা বৃষ্টির ছাড় দেয় তাহলে বাজার একটু ভালো হতে পারে।

লক্ষ্মীপুজোর আগে বাজারে খদ্দেরের দেখা নেই।
লক্ষ্মীপুজোর আগে বাজারে খদ্দেরের দেখা নেই।
#কলকাতা: কাল থেকে নাগাড়ে  বৃষ্টি । আর তার ফলেই লক্ষ্মী পুজোর (Lakshmi puja 2021) বাজার শুনশান। যারা লক্ষ্মী প্রতিমা বিক্রি করছেন তাদের বক্তব্য, বৃষ্টির জন্য খরিদ্দার আসছেন না। গতবার যে ২০০ টি ঠাকুর তুলেছিল,  এবার সে ১০০ টি ঠাকুর তুলেছে, সে ঠাকুরও বিক্রি করা দায়। অন্য দিকে ফলের বাজারে ও সেরকম ভিড় নেই। ফল যারা কিনছেন তাদের বক্তব্য অতটা ভেবে দেখেননি দাম কতটা বেড়েছে! ফল বিক্রেতাদের বক্তব্য ,ফলের দাম কদিনে বাড়েনি, বাড়বেও না। পুজোর অন্যান্য উপকরণ যেমন, তিলের নাড়ু থেকে নারকেল নাড়ু, ধানের শীষ,  ডাব, তালের শাঁস নিয়ে সবাই বসে রয়েছেন, কিন্তু খরিদ্দার নেই। সবাই অপেক্ষায় রয়েছেন বিকেলে যদি ২ থেকে ৩ ঘন্টা বৃষ্টির ছাড় দেয় তাহলে বাজার একটু  ভালো হতে পারে।
এদিকে হাওয়া অফিস বলছে, আজও দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা (Rain alert) দক্ষিণবঙ্গে। পূবালি হাওয়ার দাপটে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির দাপট থাকবে।
advertisement
একবার দেখে নেওয়া যাক লক্ষ্মীপুজোয় প্রয়োজনীয় উপকরণগুলির বাজারদর-
পুজোয় প্রয়োজনীয় ফল-
তরমুজ ৪০ কেজি
মুসাম্বি ১০- ২৫ পিস
advertisement
কমলালেবু ১০-১২ টাকা পিস
পানি ফল ৫০ কেজি
নারকেল ৪০-৬০ টাকা পিস
আপেল ১৫০ কেজি
ন্যাস্পাতি ১৫০ টাকা কেজি
ক্ষেজুর ১০০ টাকা কেজি
শসা ৫০
পেয়ারা ১০০টাকা কেজি।
বেদানা ২০০ টাকা কেজি
তিলের নাড়ু ২০ টাকা (প্যাকেট ১*১০)
নারকেল নাড়ু  ২০ টাকা প্রতি প্যাকেট
সবজির দাম -লেক মার্কেট
পটল  ৯০/কেজি, দানা পটল ৫০-৬০/কেজি (দাম পরিবর্তন হয়নি পুজোর আগে থেকে)
advertisement
ঝিঙে ৫০-৬০/কেজি চলছে দুসপ্তাহ ধরে
বেগুন পুজোর দিনগুলোতে ছিল ১০০/কেজি। আজ ৭০/কেজি (বড় সাইজ), ছোট সাইজ ৬০/কেজি
ফুলকপি (সাইজ হিসেবে দাম), বড় সাইজের দাম উঠেছিল ৫০ টাকা প্রতি পিস, আজ বড় সাইজের ফুল কপি ৪০ টাকা প্রতি পিস ,ছোটগুলি ২৫ থেকে ৩৫ সাইজ হিসেবে বিক্রি হচ্ছে।
বাঁধা কপি
পুজোর সময় বড় সাইজের ভাল কপি দাম ৫০/কেজি, আজ ৪০/কেজি
advertisement
টমেটো, ছিল ১০০/কেজি, আজ ৭০-৮০/ কেজি, মিষ্টি কুমড়ো ৩০/৪০কেজি (এই দাম চলছে)। লাউ প্রতি পিস ছিল ৪০-৫০ (সাইজ)
আজ ৩৫-৪০।
পালং শাক ২৫-৩০ টাকা ৫০০ গ্রাম
সজনে ১৫০/কেজি ছিল, আজ ১৪০/কেজি
মাছ মাংসের দর
মুরগির মাংস গোটা ১৭০/১৬০টাকা প্রতি কেজি
কাটা ২৩০-২৪০ /কেজি (গত দুসপ্তাহ এই দাম)
দেশি মুরগি ৩০০/কেজি
গলদা চিংড়ি ৮০০/কেজি
advertisement
চাপরা চিংড়ি ৩৫০/কেজি
বাগদা চিংড়ি ৯০০/কেজি (এই দাম চলছে গত কয়েকদিন ধরে)
রুই
গোটা ২০০/কেজি (দেশি) কাটা ২৫০/কেজি
অন্ধ্রের রুই ১৭০/কেজি
পার্সে
৫০০/কেজি (দেশি)
কাতলা গোটা ২৮০-৩০০/কেজি বট
বড় হলে ৩৫০
কাটা ৪০০-৪৫০/কেজি
ইলিশ
দেড় কেজি ও তার বেশি ওজনের ইলিশ  ১৮০০/কেজি
পুজোর আগের দাম ১৬০০ টাকা
৮০০-১কেজি ওজনের মধ্যে ইলিশ ১৩০০/কেজি, আগে ছিল ৯০০-১০০০/কেজি
advertisement
ট্যাংড়া ৪০০/কেজি
ভেটকি ৪০০-৪৫০/কেজি (ওজন হিসেবে দাম)
আলু পেঁয়াজ রসুন
চন্দ্রমুখী ২২-২৪/কেজি
জ্যোতি ১৬/কেজি
পেঁয়াজ ৬০/কেজি (পুজোর সপ্তাহ খানেক আগে ছিল ৪০/কেজি)
রসুন ২৫০/৩০০ কেজি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lakshmi puja 2021| Rain alert| 'অপয়া' বৃষ্টিতে বিপর্যস্ত লক্ষ্মীপুজোর বাজার, মাথায় হাত ফল-সবজি-ঠাকুর বিক্রেতাদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement