Lalbazaar Abhijan বিনীতের পদত্যাগ দাবি, সারা রাত রাস্তায় বসে জুনিয়র চিকিৎসকরা! সমর্থন জানাতে এলেন দেবলীনা, সুদীপ্তা, চৈতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
চিকিৎসকদের এই অবস্থান চলতে থাকায় অবরুদ্ধ হয়ে রয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷
কলকাতা: সন্দীপ ঘোষের গ্রেফতারিকে নিজেদের নৈতিক জয় বলে মেনে নিলেও নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা৷ নিজেদের ঘোষণা মতো সোমবার সারারাত বি বি গাঙ্গুলী স্ট্রিটের উপরে লালবাজারগামী রাস্তায় বসে থাকেন তাঁরা৷ রাতেই বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসেন অভিনেত্রী চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা৷ জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড় থেকে জানিয়েছেন, নগরপালের পদ থেকে ইস্তফা দিতে হবে বিনীত গোয়েলকে৷
সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এর পরই রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁরা দাবি করেন, হয় বিনীত গোয়েলকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে৷ পাল্টা পুলিশের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের প্রস্তাব দেওয়া হয়, প্রতিনিধি দল পাঠিয়ে নগরপালের সঙ্গে দেখা করে তাঁরা নিজের দাবি দাওয়া জানাতে পারেন৷
advertisement
advertisement
বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা সেই প্রস্তাব মানেননি৷ দুপুর দুটোর পর থেকে রাস্তার উপরেই বসে থাকেন তাঁরা৷ তখনই তাঁরা হুঁশিয়ারি দেন, প্রয়োজনে সারা রাত তাঁরা রাস্তাতেই বসে থাকবেন৷
এরই মধ্যে রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর এসে পৌঁছয় জমায়েতে৷ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি হলেও নগরপালের পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার দাবি থেকে সরে আসেননি বিক্ষোভকারী চিকিৎসকরা৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, সন্দীপ ঘোষের গ্রেফতারি তাঁদের কাছে নৈতিক জয় হলেও বিনীত গোয়েলের পদত্যাগের দাবি থেকে তাঁরা সরে আসবেন না৷ তবে বিক্ষোভরত চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁরা কোনও অশান্তি পাকাবেন না৷
advertisement
চিকিৎসকদের এই অবস্থান চলতে থাকায় অবরুদ্ধ হয়ে রয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷ সোমবার সারারাত স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা৷ একটানা রাস্তায় বসে থাকার সিদ্ধান্তে বিক্ষোভকারীরা অনড়৷ মঙ্গলবার সকালেও জুনিয়র চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড় থাকলে পুলিশ কোন পন্থা নেয়, সেটাই এখন দেখার৷
রাতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসেন তিন অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী৷ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করার পর তাঁরা বলেন, নগরপাল চাইলে বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতেই পারতেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2024 3:11 AM IST