Sandip Ghosh arrest update: একা সন্দীপ নন, আরজি কর দুর্নীতিতে চারজনকে গ্রেফতার করল সিবিআই! বাকি তিন জন কারা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
অভিযোগ, এই তিনজনকে বেআইনি ভাবে হাসপাতালে খাবারের স্টল সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ৷
কলকাতা: একা সন্দীপ ঘোষ নন, আরজি কর দুর্নীতি কাণ্ডে আরও মোট চারজনকে একসঙ্গে গ্রেফতার করল সিবিআই৷ আরজি করের আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা, বিপ্লব সিনহা এবং আফসর আলি খান নামে তিনজনকে এ দিন তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷
অভিযোগ, এই তিনজনকে বেআইনি ভাবে হাসপাতালে ক্যাফে এবং পার্কিং লট সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ৷ এ দিন সন্দীপের পাশাপাশি এই তিনজনকেও দীর্ঘদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তার পর রাতে একসঙ্গে সন্দীপ সহ চারজনকেই গ্রেফতার করে সিবিআই৷ ধৃত আফসর আলি খান সন্দীপের ডানহাত বলে আজি কর হাসপাতালে পরিচিত ছিল৷ সন্দীপের হয়ে অনেককে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল আফসর আলি খানের বিরুদ্ধে৷ চল্লিশ লক্ষ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াত সে৷
advertisement
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে ১৮ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ এর পাশাপাশি, হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই৷
advertisement
advertisement
হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল৷ সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমন কি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার৷ সেই অভিযোগের তদন্তে একাধিক বার আরজি কর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই৷ এমন কি, হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা৷
advertisement
সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই এ দিন ঊচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা৷ তাঁদের বক্তব্য, পুলিশ যা করতে পারেনি তা করে দেখিয়েছে সিবিআই৷ এর পর আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনাতেও দোষীরা ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 10:52 PM IST