Sandip Ghosh arrest update: একা সন্দীপ নন, আরজি কর দুর্নীতিতে চারজনকে গ্রেফতার করল সিবিআই! বাকি তিন জন কারা?

Last Updated:

অভিযোগ, এই তিনজনকে বেআইনি ভাবে হাসপাতালে খাবারের স্টল সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ৷

কলকাতা: একা সন্দীপ ঘোষ নন, আরজি কর দুর্নীতি কাণ্ডে আরও মোট চারজনকে একসঙ্গে গ্রেফতার করল সিবিআই৷ আরজি করের আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা, বিপ্লব সিনহা এবং আফসর আলি খান নামে তিনজনকে এ দিন তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷
অভিযোগ, এই তিনজনকে বেআইনি ভাবে হাসপাতালে ক্যাফে এবং পার্কিং লট সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ৷ এ দিন সন্দীপের পাশাপাশি এই তিনজনকেও দীর্ঘদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তার পর রাতে একসঙ্গে সন্দীপ সহ চারজনকেই গ্রেফতার করে সিবিআই৷ ধৃত আফসর আলি খান সন্দীপের ডানহাত বলে আজি কর হাসপাতালে পরিচিত ছিল৷ সন্দীপের হয়ে অনেককে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল আফসর আলি খানের বিরুদ্ধে৷ চল্লিশ লক্ষ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াত সে৷
advertisement
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে ১৮ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ এর পাশাপাশি, হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই৷
advertisement
advertisement
হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল৷ সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমন কি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার৷ সেই অভিযোগের তদন্তে একাধিক বার আরজি কর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই৷ এমন কি, হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা৷
advertisement
সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই এ দিন ঊচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা৷ তাঁদের বক্তব্য, পুলিশ যা করতে পারেনি তা করে দেখিয়েছে সিবিআই৷ এর পর আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনাতেও দোষীরা ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandip Ghosh arrest update: একা সন্দীপ নন, আরজি কর দুর্নীতিতে চারজনকে গ্রেফতার করল সিবিআই! বাকি তিন জন কারা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement