'বিজেপির 'ট্রেনি সভাপতি' কি ভুলে গেলেন...?' সুকান্তকে অতীত স্মরণ করালেন কুণাল ঘোষ

Last Updated:

Kunal Ghosh Sukanta Majumder: অভিষেকের মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ সুকান্ত। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আদালতে যাওয়ার প্রসঙ্গে, 'আপনি আচরি ধর্ম' প্রসঙ্গ তুলে আনলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

কুণালের 'আপনি আচরি ধর্ম' তোপ
কুণালের 'আপনি আচরি ধর্ম' তোপ
#কলকাতা: *অভিষেকের 'গুলি' মন্তব্য নিয়ে তরজা শুরু তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে৷ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আদালতে যাওয়ার প্রসঙ্গে, 'আপনি আচরি ধর্ম' প্রসঙ্গ তুলে আনলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সকালে, ব্যাঙ্কশাল আদালতে আসেন সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিতে চাইছে না পুলিশ, এমনই অভিযোগ নিয়ে ব্যাঙ্কশাল কোর্টে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপির নবান্ন অভিযানে পুলিশের সংযমের প্রশংসা করে অভিষেক গুলি চালানো নিয়ে একটি মন্তব্য করেছিলেন। সুকান্ত মজুমদার অভিযোগ করেন মুলত তা নিয়েই। যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস  মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘এ সব আসলে বিতর্ক তৈরি করে প্রচারে থাকার চেষ্টা। কিন্তু রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি কি ভুলে গেলেন, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে করা সায়ন্তন বসুর মন্তব্য? তিনি তো বলেছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে বলছি বুক লক্ষ্য করে গুলি চালান!’ কিংবা দিলীপ ঘোষের করা মন্তব্য— ‘উপর থেকে ছ’ইঞ্চি নামিয়ে দেব?’ তিনি কি ভুলে গেলেন অনুরাগ ঠাকুরদের বক্তব্য— ‘দেশ কি গদ্দারও কো, গোলি মারো শালো কো’?
advertisement
advertisement
কুণাল বলেন, "অভিষেক তো সাধারণ মানুষকে বলেননি। উনি দুষ্কৃতীদের কথা বলেছেন। যারা লাঠি-রড নিয়ে পুলিশকে আক্রমণ করেছে, তাদের খুন করতে যাচ্ছে, তাদের কথা বলেছেন। পুলিশ যে সংযম দেখিয়েছে তার প্রশংসা করে বলেছেন। সেটা না বুঝে ট্রেনি সভাপতি নাটক করতে যদি চান তো করুন।’’অভিষেকের যে মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য সভাপতি আদালতে অভিযোগ জানিয়েছেন, তা গত ১৪ সেপ্টেম্বর এর ঘটনা। এসএসকেএম হাসপাতালে তিনি দেখতে গিয়েছিলেন আহত কলকাতা পুলিশের আধিকারিককে৷ সেখানে দাঁড়িয়ে অভিষেক এই মন্তব্য করেন।
advertisement
বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘‘ওঁরা অনেক সহ্যশক্তি দেখিয়েছেন, আমি থাকলে এখানে (কপালে হাত ঠেকিয়ে) গুলি করতাম।’’ সেই ঘটনার প্রায় ১৫ দিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে আদালতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিজেপির 'ট্রেনি সভাপতি' কি ভুলে গেলেন...?' সুকান্তকে অতীত স্মরণ করালেন কুণাল ঘোষ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement