অভিষেকের 'মাথায় গুলি' মন্তব্যের জের..., আদালতে মামলা করলেন সুকান্ত মজুমদার

Last Updated:

Sukanta Majumder filed case against Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুলি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

অভিষেক সুকান্ত
অভিষেক সুকান্ত
#কলকাতা: ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন। শেষমেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুলি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ ব্যাঙ্কশাল কোর্টে নবান্ন অভিযানের পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আহত পুলিশ অফিসার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে যে 'গুলি' মন্তব্য করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আদালতের কাছে আর্জি জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি যেন দেওয়া হয়। সুকান্ত মজুমদারের দাবি, 'এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেই অভিযোগ নেওয়া হয়নি। তাই আদালতের দ্বারস্থ হলাম'।
advertisement
advertisement
অভিযোগ, নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন কলকাতা পুলিশের এসিপি পদমর্যাদার অফিসার দেবজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে দেখতে এসএসকেএমে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তিনি বলেছিলেন, ‘নবান্ন অভিযানের নামে গুন্ডামি হয়েছে। আন্দোলনের নামে দাদাগিরি চলেছে। দুষ্কৃতীদের দিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। পুলিশকে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। বিজেপি নেতাদের মদতেই এসব হয়েছে। তবে পুলিশ ধৈর্য-সংযমের পরিচয় দিয়েছে। পুলিশ চাইলে গুলি চালাতে পারত।’
advertisement
এসিপির ওপর আক্রমণ প্রসঙ্গে অভিষেক সেদিন বলেছিলেন ‘ওনাকে বলেছি আপনাকে স্যালুট জানাই, আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে মাথায় গুলি করতাম।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যায়। অভিষেকের গুলি মন্তব্য নিয়ে সরব হয় গেরুয়া শিবির। সুকান্তর অভিযোগ, 'আদালতে শুনানি পর্ব চলাকালীন সরকারি আইনজীবীরা হইচই করলেন। তবে বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে'।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেকের 'মাথায় গুলি' মন্তব্যের জের..., আদালতে মামলা করলেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement