পুরনো ছন্দে টালা ব্রিজ! আজ থেকে শুরু বাস চলাচল! কোন কোন বাস রুট চালু ফের? রইল তালিকা

Last Updated:

দীর্ঘ ৩ বছর পরে ফের টালা ব্রিজ দিয়ে শুরু হল বাস চলাচল। পুরানো সমস্ত রুটের বাস চলবে টালা সেতু দিয়ে। যাত্রীদের ওঠা নামার জন্য আলাদা করে সেতুর গা-লাগোয়া জায়গায় বানানো হয়েছে সিঁড়ি।

তালা ব্রিজে শুরু বাস চলাচল
তালা ব্রিজে শুরু বাস চলাচল
#কলকাতা: টালা সেতু ভেঙে যাওয়ার কারণে হারিয়ে যাওয়া বাসের রুট ফিরে আসুক, চাইছিলেন বেসরকারি বাস মালিকরা। ২০১৯ সালের দুর্গাপুজোর আগে থেকে টালা ব্রিজে বন্ধ হয়েছে বাস চলাচল। দীর্ঘ ৩ বছর পরে ফের টালা ব্রিজ দিয়ে শুরু হল বাস চলাচল। পুরানো সমস্ত রুটের বাস চলবে টালা সেতু দিয়ে। যাত্রীদের ওঠা নামার জন্য আলাদা করে সেতুর গা-লাগোয়া জায়গায় বানানো হয়েছে সিঁড়ি।
অধিকাংশ বাসের রুট অনেকটা ঘুরিয়ে দেওয়ায় এমনিতেই প্যাসেঞ্জার কম হচ্ছিল বলে ক্ষোভ জানিয়েছিলেন বাস মালিকরা। পাশাপাশি তাঁরা বলেছিলেন, জ্বালানির দাম বাড়ছে এদিকে ভাড়া বাড়ছে না। কিন্তু গন্তব্যে যেতে হচ্ছে প্রচুর ঘুরতি পথে। ফলে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে।
টালা সেতু চালু হয়ে গেলে সেই সব বাস রুট ফের ফিরে আসুক চাইছিলেন বাস মালিকরা।
advertisement
advertisement
টালা সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পর পরই বেশ কয়েকটি রুটে বাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বাস মালিক এবং শ্রমিক সংগঠন।  আগে থেকেই অনির্দিষ্টকালে জন্য বন্ধ হয়ে গিয়েছে ২৩০ নম্বর রুটের বাস। সেই তালিকায় এবার নাম লিখিয়েছে আরও কয়েকটি রুটের বাস। ৯ ডিসেম্বর থেকে আর চলছিল না একাধিক রুটের বাস। পরে অবশ্য ঘুরপথে বাস চলেছে। তবে কোভিড সেই সংখ্যাও কমিয়ে দিয়েছে৷
advertisement
কোন কোন বাস রয়েছে এই তালিকায় এক নজরে দেখে নিন-78, 78/1, 214, 214/A, 230, 234, 234/1, 201, 34B, 34C, 30A, 202, k-4, S-158, S159, S-180, S-181, S-185 এইসব রুটে  বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ক্ষুব্ধ বাস মালিক এবং শ্রমিক সংগঠন। একসঙ্গে এত বাস বসে যাওয়ায় কাজের দিনেই শহরের বুকে চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের।
advertisement
তীব্র যানজটের পাশপাশি ভিড়ও বেড়েছিল। দুর্ভোগে নাকাল হয়েছিল নিত্যযাত্রীরা। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা নিরীক্ষাতেই উঠে এসেছিল টালা ব্রিজের বেহাল দশার কথা। পরিস্থিতি এতই সঙ্গিন ছিল যে পুরনো ব্রিজ ভেঙে ফেলে নতুন করে নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই রিপোর্ট পেশ হওয়ার আগে থেকেই টালা ব্রিজে বন্ধ হয়েছিল বাস চলাচল। ঘুরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বাসের রুট। অতিরিক্ত সময় লাগার কারণে ক্রমশ কমেছে যাত্রী সংখ্যা। এই কয়েক মাসে বিপুল পরিমাণ ক্ষতিও হয়েছে বাস মালিকদের। এত বিপুল পরিমাণ ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে আর বাস চালানো সম্ভব নয়। তাই এবার বাস পুরনো রুটেই ব্রিজ দিয়ে চালানোর সিদ্ধান্তই নিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরনো ছন্দে টালা ব্রিজ! আজ থেকে শুরু বাস চলাচল! কোন কোন বাস রুট চালু ফের? রইল তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement