কলকাতা: বিশ্বভারতী ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন একাধিক ইস্যুতে তিনি নিশানা করেন কেন্দ্রের শাসকদল বিজেপিকে।
বিশ্বভারতী ইস্যুতে কুণাল ঘোষ বলেন, "বিশ্বভারতী থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে লেখা উচিত ছিল কবিগুরুর মার্গ দর্শনে চলি। সেখানে লেখা হল প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে চলি। বিজেপির রাজনৈতিক আখড়ায় তৈরি রিলিজ। সেখানে শালীনতা, সৌজন্যতা থাকবে না সেটাই স্বাভাবিক। সস্তা রাজনৈতিক চিরকুটে ওই সব লেখা থাকে। আসলে নিজের গরিমা বিশ্বভারতী নষ্ট করেছে। বিজেপির রাজনৈতিক আখড়ায় তৈরি লেখা। সেখানে কিছু বিতর্ক উপাচার্য আসার পরে তৈরি হয়েছে। তিনি নোবেলজয়ীকে অপমান করছেন। মুখ্যমন্ত্রীকে অপমান করছেন সেই জায়গায়। সীমা লঙ্ঘিত করছেন। এটা একদম ঠিক হচ্ছে না।"
কুণাল ঘোষ আরও বলেন, "সস্তা ভাষায় রাজনৈতিক চিরকুট লেখা হয়েছে। আমরা বা সারা বিশ্ব যে বিশ্বভারতীকে চেনে সেখানে এটা মানতে কষ্ট হচ্ছে। আসলে বিশ্বভারতী নিজের গরিমা নষ্ট করছে। বিশ্বভারতী দলে চলবে না। তার একটা নিজের ঐতিহ্য আছে। সস্তা ভাষায় ব্যক্তি আক্রমণ হলে সেটা রাজনীতি হয়। "
তিনি আরও বলেন, "আদালতের বিষয়ে বেশি বলা যাবে না। অবমাননা হবে আবার। আজ বলা হচ্ছে সিবিআই খারাপ। তাহলে তাদের হাতে তদন্ত দিতে এত তাড়াহুড়ো কেন ছিল? সিবিআইয়ের এবার ভাবা উচিত। তাদের ব্র্যান্ড ভ্যালু বিজেপি বারোটা বাজিয়ে দিয়েছে। সিবিআই ঠিক করুক তারা কি মানছেন, তাদের অফিসার অপদার্থ। রাজ্য পুলিশকে ভিলেন সাজাতে সিবিআই দিয়েছেন। আবার সিবিআইকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।"
আরও পড়ুূন, নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু
আরও পড়ুন, 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', মমতাকে কে বলল এমন কথা?
কুণাল বলেন, "আইন সকলের জন্য সম্মান। ধর্মগুরু যখন রাজনৈতিক কারণে রাস্তা আটকে রাখবেন সেটা হয় না। আইনে যা আছে সেটাই হচ্ছে। ওনাকে কেউ টার্গেট করেনি। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিজেপির শীর্ষ নেতার সঙ্গে হোয়াটসঅ্যাপ চালাচালি হয়েছে। তদন্তে সব তথ্য সামনে আসবে৷ ধর্মগুরুর স্বত্ত্বাকে অন্য কাজে যেন ব্যবহার না করে। বিজেপির সেই নেতারা সঙ্গে নওশাদ সিদ্দিকীর কথোপকথন ঠিক কিনা বলতে হবে। আইএসএফের সঙ্গে বিজেপির সর্বভারতীয় নেতার কি সম্পর্ক সেটা তদন্ত করা উচিত।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Ghosh