Mamata Banerjee ।। Visva Bharati: 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিশ্বভারতী কর্তৃপক্ষের

Last Updated:

একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে কোনও বিশ্ববিদ্যালয়ের তরফে এই ধরনের শব্দ ব্যবহার করা শোভনীয় কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের বিশিষ্টজনেরা।

বীরভূম: 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা, কারণ আমরা প্রধানমন্ত্রীর মার্গদর্শন অনুযায়ী চলি'। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বেনজির আক্রমণ করে এবার বিবৃতি প্রকাশ করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
এখানেই শেষ নয়, বিবৃতির শুরুটাই এই ভাবে হয়েছে যে, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। তাঁর স্তাবকেরা যা শোনান তিনি তাই বিশ্বাস করেন এবং টিপ্পনি করেন।' একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে কোনও বিশ্ববিদ্যালয়ের তরফে এই ধরনের শব্দ ব্যবহার করা শোভনীয় কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের বিশিষ্টজনেরা।
advertisement
আরও পডুন: মুখ্যমন্ত্রী তো দিয়েছেন, কিন্তু তিনি নেবেন কি? Z প্লাস নিরাপত্তা পেয়ে মহা ফাঁপরে অমর্ত্য সেন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'বিশ্বভারতী একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা, কারণ আমরা প্রধানমন্ত্রীর পথনির্দেশ মেনে চলি।' বিবৃতির নীচে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মহুয়া বন্দ্যোপাধ্য়ায়ের স্বাক্ষরও রয়েছে।
advertisement
advertisement
বিশ্বভারতীর বিবৃতিতে একাধিক জায়গায় কোনও রাখঢাক না রেখেই সরাসরি আক্রমণ শানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। লেখা হয়েছে, 'মুখ্যমন্ত্রী বিশ্বভারতীতে দেওয়াল তোলার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন।...ওনার বাসস্থান, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কি দেওয়াল নেই।'
advertisement
গত বুধবারই বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে প্রশাসনিক সভামঞ্চ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র ভূমির গৈরিকীকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতী কর্তৃপক্ষকে পরামর্শ দেন, বিশ্ববিদ্যালয় সুশৃঙ্খলভাবে চালানোর উপরে জোর দিতে, জমিজমা নিয়ে নয়।
আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের বিশ্বভারতীর বর্তমান অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন বলেও জানান মমতা। বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
advertisement
বিতর্কের শুরু অমর্ত্য সেনের জমি নিয়ে। বিশ্বভারতীর ৩৩ ডেসিমেল জমি অনৈতিক ভাবে অমর্ত্য সেন দখল করে রেখেছেন বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। অন্যদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ জানিয়েছেন, এ নিয়ে আইনি নোটিস আগেই পাঠিয়েছেন তিনি, প্রয়োজনে আবারও পাঠাবেন। গোটা বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গত সোমবার অমর্ত্য সেনের বাড়ি 'প্রতীচী'তে গিয়ে তাঁর জমি নথি নিজে হাতে পৌঁছে দিয়ে এসেছেন মমতা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee ।। Visva Bharati: 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিশ্বভারতী কর্তৃপক্ষের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement