Kolkata Police: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াবেন, পুলিশ কী করতে চলেছে জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata Police: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ইতিমধ্যেই চিনা বা সিন্থেটিক মাঞ্জা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ ঘোষিত হয়েছে। যদিও ঘুড়ি ওড়ানোর উপর সার্বিক ভাবে কোনও নিষেধাজ্ঞা নেই এখনও।
#কলকাতা: আগামীকাল বিশ্বকর্মা পুজোর (Biswakarma Puja 2021) দিন ঘুড়ি ওড়ানো নিয়ে বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিশেষত কলকাতার মা ব্রিজের (Maa Flyover) ওপর পুলিশি নজরদারি থাকবে বলে জানা গিয়েছে এবং আর সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুলিশ (Kolkata Police)। যাতে কোনভাবে অঘটন না ঘটে।
প্রসঙ্গত, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ইতিমধ্যেই চিনা বা সিন্থেটিক মাঞ্জা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ ঘোষিত হয়েছে। যদিও ঘুড়ি ওড়ানোর উপর সার্বিক ভাবে কোনও নিষেধাজ্ঞা নেই এখনও। তবে গত কয়েক বছর ধরে মা উড়ালপুলে একের পর দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে কলকাতা পুলিশের (Kolkata Police)। প্রায় দুশো মানুষ আহত হয়েছেন বিপজ্জনক মাঞ্জায়। এমনকী এক জনের মৃত্যুও হয়েছে এইভাবে। এই অবস্থায় বিগত বছরগুলির মতো এ বছরও ওই এলাকায় ঘুড়ি ওড়ানোয় রাশ টেনে দুর্ঘটনা রুখতে চাইছে পুলিশ।
advertisement
তবে পুলিশের বক্তব্য হল, চিনা মাঞ্জার থেকে কোনও অংশে কম বিপজ্জনক নয় দেশি মাঞ্জা। মা উড়ালপুল সংলগ্ন অঞ্চলে যে ধরনের মাঞ্জা সুতো ব্যবহার করে ওই অঞ্চলে ঘুড়ি ওড়ানো হয়, অনেক সময় তা চিনা মাঞ্জা না-হলেও তাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে পারে। দেশি মাঞ্জা সুতোও যথেষ্টও ভয়ংকর হয়ে উঠতে পারে সময়-সময়।
advertisement
advertisement
তবে মা উড়ালপুল সংলগ্ন তপসিয়া,বেনিয়াপুকুরের মতো কয়েকটি থানা ঘুড়ি ওড়ানো এবং বিক্রির বিরুদ্ধে অভিযান চালালেও এতে শেষমেশ কতটা ফল মিলবে, তা নিয়ে পুলিশের একাংশই যথেষ্ট সন্দিহান। পুলিশের একাংশের ব্যাখ্যা, দূরে কোনও এলাকা থেকে যে সমস্ত ঘুড়ি ওড়ানো হয়, তার সুতো কেটে উড়ালপুলে পড়লেও দুর্ঘটনা ঘটার যথেষ্টই আশঙ্কা থাকে বলে জানাচ্ছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 16, 2021 10:59 PM IST









