Rajeev Shukla On Gautam Gambhir: গম্ভীরকে বসিয়ে দেবে ভারতীয় বোর্ড, ভারতীয় ক্রিকেট কোচের ভবিষ্যত নিয়ে রাখঢাক না রেখে সোজাসাপ্টা জবাব রাজীব শুক্লার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir and BCCI: ভারতীয় কোচের ভবিষ্যতে কী ছাঁটাইয়ের বড় খাঁড়া ঝুলছে নাকি
: ছোট ফর্ম্যাটে গৌতম গম্ভীরের সাফল্য বেশ ভালই, কিন্তু টেস্ট ফর্ম্যাটে গম্ভীরের সাফল্যের ভাঁড়ার শূন্য৷ শুধুমাত্র ফ্যান মহল থেকে নয় এই ব্যর্থতার জেরে স্ক্যানারের নিচে গম্ভীরের পারফরম্যান্স ফেলেছে বোর্ডও৷ এমন খবরও নানাদিক থেকে আসছে৷ ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকে পাঁচ দিনের ক্রিকেট ফরম্যাটে ভারতের খারাপ পারফর্মেন্স সত্ত্বেও, গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনও পরিকল্পনা এখনই করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই কোচকে সরানোর জল্পনা থাকলেও আপাতত তাতেই জল ঢাললেন ভারতীয় বোর্ড কর্তা৷
advertisement
advertisement
তাঁর কোচিংয়ে ভারত গত বছর অস্ট্রেলিয়ায় একটি এবং এই বছর ইংল্যান্ডে দুটি টেস্ট জিতেছে, কিন্তু ঘরের সমর্থকদের সামনে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে যথাক্রমে ০-৩ এবং ০-২ ব্যবধানে লজ্জাজনক পরাজয় বরণ করেছে। গম্ভীর এখন পর্যন্ত ৫ টি হোম টেস্ট হেরেছেন, যা কোনও ভারতীয় প্রধান কোচের ক্ষেত্রে সর্বোচ্চ, এবং তিনিই একমাত্র ভারতীয় প্রধান কোচ যিনি হোম টেস্ট সিরিজে দু'বার হোয়াইটওয়াশ হয়েছেন।
advertisement
advertisement
advertisement
শুক্লা এএনআইকে বলেন, "গৌতম গম্ভীরকে নিয়ে গণমাধ্যমে যে জল্পনা চলছে, সে সম্পর্কে আমি স্পষ্ট করে বলতে চাই। বিসিসিআই সচিব (দেবজিৎ সাইকিয়া) স্পষ্ট করে দিয়েছেন যে ভারতের জন্য নতুন কোচ আনার বা অপসারণের কোনও পরিকল্পনা নেই৷" টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে গম্ভীরের বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত, এবং মনে হচ্ছে তিনি ততক্ষণ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।
advertisement
advertisement









