Amit Shah : কলকাতা মেট্রোর কাজ কেন আটকে? বাংলায় এসেই উত্তর দিলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর মারাত্মক অভিযোগ
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Amit Shah : বাংলায় ভোটের ঢাকে কাঠি অমিত শাহের। পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। তার আগে ৩ দিনের বাংলা সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনও মিটিং বা মিছিল নেই, তবে সাংগঠনিক স্তরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
কলকাতা : বাংলায় ভোটের ঢাকে কাঠি অমিত শাহের। পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। তার আগে ৩ দিনের বাংলা সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনও মিটিং বা মিছিল নেই, তবে সাংগঠনিক স্তরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বাংলায় দলের সাংগঠনিক হালহকিকত বুঝে নেওয়ার জন্যই মূলত এই সফর। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ।
বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল সরকারকে নানা ইস্যুতে নিশানাও করলেন। কলকাতায় কেন্দ্রচালিত মেট্রো প্রকল্পকে নিয়ে প্রশ্ন করা হয় অমিত শাহকে। তিনি সরাসরি মেট্রোর কাজ বন্ধ ও দেরির জন্য রাজ্য সরকারকে দায়ি করে গেলেন।
কলকাতা মেট্রোর কাজ কেন আটকে রয়েছে, কেন দেরি হচ্ছে – এই নিয়ে প্রশ্ন করা হলেই রাজ্যকে নিশানা করলেন অমিত শাহ। মেট্রোর কাজ আটকে থাকা বা দেরি হওয়ার নেপথ্যে তিনি জমি না পাওয়ার কারণই দেখালেন। রাজ্যের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাতটা চিঠি মমতাজিকে লিখেছি। গত ছ’বছরে স্বরাষ্ট্রসচিব তিন বার পশ্চিমবঙ্গে এসে বৈঠক করেছেন। তার পরও বাংলায় তৃণমূলের সরকার কেন জমি দিচ্ছে না?”
advertisement
advertisement
আরও পড়ুন- ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী! শাহকে ঘিরে BJP কর্মীদের উন্মাদনা
অমিত শাহ এদিন আরও বলেন, “ভারত সরকার গোটা দেশে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। সব জায়গায় পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে কেন আটকে থাকছে? তামিলনাড়ু, তেলঙ্গানায় কেন কোওরকম সমস্যা হচ্ছে না? অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন উত্তরপ্রদেশেও সমস্যা হয়নি?”
advertisement
অমিত শাহ এদিন আরও বলেন, “উন্নয়ন চলে গিয়েছে সিন্ডিকেটের কবলে। বিজেপি সরকার গঠন করার পরে বঙ্গ গৌরব, বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাব। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব এবং শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা বানাব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 2:18 PM IST










