Amit Shah PC: ‘এপ্রিলে বাংলায় ভোট...’, কত আসন পাবে বিজেপি? কলকাতায় জোরাল দাবি অমিত শাহের

Last Updated:

Amit Shah PC: ২০২৬ এর এপ্রিল মাসে বাংলায় ভোট হবে। কলকাতায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন অমিত শাহ। এমনকি কোন সমীকরণে ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি, সেই অঙ্কও বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিপক্ষ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর, পশ্চিমবঙ্গে ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি।”

অমিত শাহ
অমিত শাহ
কলকাতা: ২০২৬ এর এপ্রিল মাসে বাংলায় ভোট হবে। কলকাতায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন অমিত শাহ। এমনকি কোন সমীকরণে ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি, সেই অঙ্কও বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিপক্ষ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর, পশ্চিমবঙ্গে ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি।”
এদিনের ভাষণে, ২০১৪ থেকে ২০২৪ সালে বাংলায় বিজেপির রাজনৈতিক যাত্রাপথ তুলে ধরেন অমিত শাহ। তিনি জানান, ২০১৪-র ভোটে ১৭ শতাংশ ভোট, ২ টি আসন পায় বিজেপি। ২০২৬ বিধানসভায় ১০ শতাংশ, ৩ আসন। ২০১৯ লোকসভায় তা বেড়ে হয় ৪১ শতাংশ, ১৮ আসন। ২০২১-এর বিধানসভা ৩৮ শতাংশ এবং ৭৭টি আসন । ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট এবং ১২ আসন। শাহের দাবি, ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসনে জিতে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।
advertisement
advertisement
রাজ্য সরকারকে নিশানা করে ‘সিন্ডিকেট’ নিয়ে খোঁচা দেন অমিত শাহ। দাবি করেন, “২০২৬ সালের ১৫ এপ্রিল বিজেপি সরকার গঠন করার পরে বঙ্গ গৌরব, বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটবে। শাহের কথায়, “স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব এবং শ‍্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা বানাব।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah PC: ‘এপ্রিলে বাংলায় ভোট...’, কত আসন পাবে বিজেপি? কলকাতায় জোরাল দাবি অমিত শাহের
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement